ইসলামী ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড আনুমদন

- আপডেট: ০৫:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড আনুমদন দেয়া হয়। এছাড়া অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে ২০২২ সালের আর্থিক বিবরণী এবং ব্যাংকের নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেয়া হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এতে সভাপতিত্ব করেন। এ সভায় ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি’র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং বিদেশী প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: এমটিবির ডিভিডেন্ড অুনমোদন
ঢাকা/টিএ