ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর।
আর্থিক সূচক পর্যালোচনায় দেখা যায়, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। এর আগের বছর এ খাতটি ছিল ঋণাত্মক, অর্থাৎ মাইনাস ১০ টাকা ৪২ পয়সা।
এ ছাড়া ২০২৫ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯৯ পয়সায়, যা আগের বছর ছিল ৮৩ টাকা ৬২ পয়সা।
ঢাকা/এসএইচ