১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ই-কমার্স ও ক্রাউডফান্ডিং নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ১০৩৩২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

অস্বাভাবিক মুনাফার প্রলোভনে অনলাইন ও অফলাইনে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গতকাল সোমবার (১৪ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম এবং ক্রাউডফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত তথ্য-বিশেষ করে ওটিপি জালিয়াতির উদ্দেশে সংগ্রহ করে হজ, সোশ্যাল সেফটি নেট, ভাতা বা ভুয়া সরকারি প্রণোদনার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য দেশের জনগণকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান এবং ক্ষতির সম্মুখীন হন, তবে এর দায়ভার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির ওপর বর্তাবে।

আরও পড়ুন: সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এ ছাড়া বাংলাদেশে সদ্য প্রণীত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৪ ও ধারা ১৫ লঙ্ঘন না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আইনটির ধারা ১৮(৪)-এর ক্ষমতাবলে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপকে ‘জনস্বার্থে জারি করা সতর্কতা’ হিসেবে উল্লেখ করেছে এবং সবাইকে সচেতনভাবে ডিজিটাল ও অফলাইন লেনদেনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ই-কমার্স ও ক্রাউডফান্ডিং নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: ১১:২৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

অস্বাভাবিক মুনাফার প্রলোভনে অনলাইন ও অফলাইনে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গতকাল সোমবার (১৪ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম এবং ক্রাউডফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত তথ্য-বিশেষ করে ওটিপি জালিয়াতির উদ্দেশে সংগ্রহ করে হজ, সোশ্যাল সেফটি নেট, ভাতা বা ভুয়া সরকারি প্রণোদনার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য দেশের জনগণকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান এবং ক্ষতির সম্মুখীন হন, তবে এর দায়ভার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির ওপর বর্তাবে।

আরও পড়ুন: সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এ ছাড়া বাংলাদেশে সদ্য প্রণীত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৪ ও ধারা ১৫ লঙ্ঘন না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আইনটির ধারা ১৮(৪)-এর ক্ষমতাবলে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপকে ‘জনস্বার্থে জারি করা সতর্কতা’ হিসেবে উল্লেখ করেছে এবং সবাইকে সচেতনভাবে ডিজিটাল ও অফলাইন লেনদেনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ঢাকা/এসএইচ