উৎপাদনে ফিরছে সাফকো স্পিনিং

- আপডেট: ১২:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১০৪৬২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেড কোম্পানির উৎপাদন মিলগুলো বন্ধের দুই মাস পরে ফের খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, আগামী ১ জুলাই থেকে উৎপাদন মিলগুলো খোলা হবে। মিল খোলার পর ৭ জুলাই থেকে আবারও উৎপাদনে ফিরবে বস্ত্র খাতের কোম্পানি।
এর আগে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ২ মাসের জন্য উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি। কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানানো হয়নি।
আরও পড়ুন: বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
পরে চলতি বছরের ১২ এপ্রিল থেকে আরও দুইমাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।
তবে আজ (১২ জুন) কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকার মেয়াদ শেষ হলেও কোম্পানিটি ৩০ জুন অব্দি কারখানা এবং উৎপাদন বন্ধ রাখবে বলে জানা গেছে।
ঢাকা/এসএইচ