০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

একাত্তর ইস্যুতে ইসহাক দারের বক্তব্যের সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ১০২১৭ বার দেখা হয়েছে

একাত্তর ইস্যুতে ঢাকায় সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারে বক্তব্যের সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অনেক দেশের সাথে কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় যাতায়াত সুবিধা আমাদের আছে আজ পাকিস্তানের সাথে হলো। কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক সহজ করেছে। একদিনের মধ্যে ভিসা দিচ্ছে তারা এবং অনেক ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভাল ভিসাও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে। এ ব্যাপারে দুই পক্ষই আমরা চাই যে, মাধারণ মানুষের যাতায়াত যাতে সহজ হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবশেষে আমরা আসলে দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছি। বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্রে যেটা সরাসরি দেশের জন্য মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে সে জিনিসগুলো আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এখও আছেন এখানে আজকে রাতে তিনি চলে যাবেন এ কথা জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আমাদের বাণিজ্য উপদেষ্টার সাথে তার অনেক বিষয় নিয়ে বৈঠক হয়েছে। অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে, তারা বেশ খানিকটা এগোতে পারবেন। এক্ষেত্রে আমাদের দেশ থেকেও যেন মন্ত্রীরা পাকিস্তানে যান সেজন্য নিমন্ত্রণ করেছেন। আমরা উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ইস্যুতে যাতে ঐক্যমত পোষণ করতে পারি এবং কাছাকাছি থাকতে পারি সে ব্যাপারে আমরা এক ধরনের কথা হয়েছে।

একাত্তর ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে, ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের মিটিং ঠিক হবে। ১২ থেকে ১৩ বছর পরে এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনা রব্বানী খারের মিটিংয়ের একটা দাওয়াত দেওয়ার জন্য এ দ্বিপাক্ষিক সফর ছিল। কাজেই এখানে বসে এক ঘণ্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারব, এটা আপনারা নিশ্চয় আশা করবেন না, কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি।

তিনি আরও বলেন, আমরা পরস্পর অবস্থান তুলে ধরেছি। একটি বিষয় শুধু কথা হয়েছে যেটা খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন, করতে পারেন। আমরা তিনটি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি, দুইপক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে খুব সহজভাবে এগোতে পারে এজন্য এদেরকে পেছনে ফেলতে হবে। এ দুইপক্ষই এটুকু সম্মত করেছে যে, আমরা এই নিয়ে কথা বলব এবং চেষ্টা করব এ ইস্যুগুলো যেন আগামীতে বা কোন একপর্যায়ে হবে। একদিনে হয়ে যাবে না এটা আমরাও স্বীকার করেছি আবার ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবও না ৫৪ বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে, আমরা এটা নিয়ে কথা বলব আলাদাভাবে এমনভাবে যাতে করে এই জিনিসগুলোকে আমরা পেছনে ফেলতে পারি। এছাড়া আমরা পরস্পর নিজেদের যে অবস্থানগুলো সেগুলো আমি ব্যক্ত করেছি বলেও জানান  তিনি।

স্বাধীনতার পর বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টায় শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক। চলে প্রায় দুই ঘণ্টা ধরে। বৈঠক শেষে গণমাধ্যমে নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেই।

আরও পড়ুন: পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন: রুমিন ফারহানা

চুক্তি: দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি।

এমওইউ: দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।

পরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্নে সবসময় উঠে আসে ৭১ প্রসঙ্গ। গণহত্যার দায় স্বীকার ও বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়।

জবা‌বে ইসহাক দার ব‌লেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে এর সমাধান হয়। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

একাত্তর ইস্যুতে ইসহাক দারের বক্তব্যের সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৫:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

একাত্তর ইস্যুতে ঢাকায় সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারে বক্তব্যের সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অনেক দেশের সাথে কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় যাতায়াত সুবিধা আমাদের আছে আজ পাকিস্তানের সাথে হলো। কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক সহজ করেছে। একদিনের মধ্যে ভিসা দিচ্ছে তারা এবং অনেক ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভাল ভিসাও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে। এ ব্যাপারে দুই পক্ষই আমরা চাই যে, মাধারণ মানুষের যাতায়াত যাতে সহজ হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবশেষে আমরা আসলে দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছি। বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্রে যেটা সরাসরি দেশের জন্য মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে সে জিনিসগুলো আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এখও আছেন এখানে আজকে রাতে তিনি চলে যাবেন এ কথা জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আমাদের বাণিজ্য উপদেষ্টার সাথে তার অনেক বিষয় নিয়ে বৈঠক হয়েছে। অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে, তারা বেশ খানিকটা এগোতে পারবেন। এক্ষেত্রে আমাদের দেশ থেকেও যেন মন্ত্রীরা পাকিস্তানে যান সেজন্য নিমন্ত্রণ করেছেন। আমরা উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ইস্যুতে যাতে ঐক্যমত পোষণ করতে পারি এবং কাছাকাছি থাকতে পারি সে ব্যাপারে আমরা এক ধরনের কথা হয়েছে।

একাত্তর ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে, ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের মিটিং ঠিক হবে। ১২ থেকে ১৩ বছর পরে এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনা রব্বানী খারের মিটিংয়ের একটা দাওয়াত দেওয়ার জন্য এ দ্বিপাক্ষিক সফর ছিল। কাজেই এখানে বসে এক ঘণ্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারব, এটা আপনারা নিশ্চয় আশা করবেন না, কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি।

তিনি আরও বলেন, আমরা পরস্পর অবস্থান তুলে ধরেছি। একটি বিষয় শুধু কথা হয়েছে যেটা খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন, করতে পারেন। আমরা তিনটি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি, দুইপক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে খুব সহজভাবে এগোতে পারে এজন্য এদেরকে পেছনে ফেলতে হবে। এ দুইপক্ষই এটুকু সম্মত করেছে যে, আমরা এই নিয়ে কথা বলব এবং চেষ্টা করব এ ইস্যুগুলো যেন আগামীতে বা কোন একপর্যায়ে হবে। একদিনে হয়ে যাবে না এটা আমরাও স্বীকার করেছি আবার ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবও না ৫৪ বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে, আমরা এটা নিয়ে কথা বলব আলাদাভাবে এমনভাবে যাতে করে এই জিনিসগুলোকে আমরা পেছনে ফেলতে পারি। এছাড়া আমরা পরস্পর নিজেদের যে অবস্থানগুলো সেগুলো আমি ব্যক্ত করেছি বলেও জানান  তিনি।

স্বাধীনতার পর বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টায় শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক। চলে প্রায় দুই ঘণ্টা ধরে। বৈঠক শেষে গণমাধ্যমে নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেই।

আরও পড়ুন: পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন: রুমিন ফারহানা

চুক্তি: দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি।

এমওইউ: দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।

পরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্নে সবসময় উঠে আসে ৭১ প্রসঙ্গ। গণহত্যার দায় স্বীকার ও বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়।

জবা‌বে ইসহাক দার ব‌লেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে এর সমাধান হয়। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ঢাকা/এসএইচ