একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

- আপডেট: ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফল আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। প্রথম ধাপে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। প্রথম ধাপের ফল আজ রাত ৮টার পর প্রকাশ করা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন। এছাড়া ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি
এ ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাশ করে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী।
ঢাকা/এমএম