০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ১০৪৩৩ বার দেখা হয়েছে

শুরু হলো একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে ওই অধিবেশনের সমাপ্তি টানেন। ওই অধিবেশনে ১৮টি বিল পাস হয়। ওই সময়ে সংসদে বিল তোলা হয় ৩৫টি। পাসের অপেক্ষায় আছে ৫টি বিল। বাকিগুলো কমিটিতে পরীক্ষাধীন। চলতি অধিবেশনে এসব বিল পাস হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট

২৪তম অধিবেশনে তিনটি কমিটি পুনর্গঠন হয়েছে। স্থায়ী কমিটির ১৭টি রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। স্থায়ী কমিটির কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়েছে ৩০টি। প্রধানমন্ত্রীর জবাবের জন্য ২৫টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১১টির জবাব দিয়েছেন। অন্যান্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্ন পড়েছিল, এর মধ্যে জবাব এসেছে ৫২৬টির।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু

আপডেট: ০৪:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

শুরু হলো একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে ওই অধিবেশনের সমাপ্তি টানেন। ওই অধিবেশনে ১৮টি বিল পাস হয়। ওই সময়ে সংসদে বিল তোলা হয় ৩৫টি। পাসের অপেক্ষায় আছে ৫টি বিল। বাকিগুলো কমিটিতে পরীক্ষাধীন। চলতি অধিবেশনে এসব বিল পাস হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট

২৪তম অধিবেশনে তিনটি কমিটি পুনর্গঠন হয়েছে। স্থায়ী কমিটির ১৭টি রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। স্থায়ী কমিটির কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়েছে ৩০টি। প্রধানমন্ত্রীর জবাবের জন্য ২৫টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১১টির জবাব দিয়েছেন। অন্যান্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্ন পড়েছিল, এর মধ্যে জবাব এসেছে ৫২৬টির।

ঢাকা/এসএম