এনআরবি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের মধ্যে চুক্তি

- আপডেট: ০৭:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহের উপস্থিতিতে, এনআরবি ব্যাংক লিমিটেড এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরীত হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহীন হাওলাদার এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া উভয় প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে স্বাক্ষরীত চুক্তি হস্তান্তর করেন।
চুক্তির অধীনে, এনআরবি ব্যাংক লিমিটেডের সকল ডেবিট এবং ক্রেডিট কার্ডধারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড থেকে অভ্যন্তরীণ রুটে টিকিটের বেইজ ফেয়ারের উপর ১০% ডিসকাউন্ট সুবিধা পাবেন। এনআরবি ব্যাংকের কার্ড ডিভিশনের ইন-চার্জ জনাব খাজা ওয়াসিউল্লাহ অ্যাস্ট্রা এয়ারওয়েজের ব্র্যান্ড মার্কেটিং, সহকারী মহাব্যবস্থাপক, এ এফ এম রুবায়াত উল জান্নাত, ব্যাংকের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের প্রধান মোঃ শফিকুল হাসান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/টিএ