০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

এপিএ’র মূল্যায়নে তৃতীয় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / ১০৪২৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়ন করেছে। এই মূল্যায়নে চুক্তির আওতায় আসা ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আগে বিশ্ববিদ্যালয়টি নবম অবস্থানে ছিল। এ অর্জন যুগোপযোগী শিক্ষা প্রদানের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এ অর্জন আমাদের যুগোপযোগী শিক্ষা প্রদানের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এ অর্জনে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই গর্বিত।’

তিনি আরও জানান, ‘কিছুদিন আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ শিমাগো তালিকায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে।’

ইউজিসি সূত্রমতে, চুক্তির আওতায় আসা ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়নে তৃতীয় হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯৩ দশমিক ৭৫ নম্বর পেয়েছে। প্রথম হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৯৯ দশমিক ৪৭ নম্বর পেয়েছে। দ্বিতীয় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। বিগত অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল নবম।

আরও পড়ুনঃ

২০১৪-১৫ অর্থবছর থেকে দেশে এপিএ ব্যবস্থা চালু করা হয়। এতে সরকারি দপ্তরগুলো কী কী করবে, তার কথা উল্লেখ থাকে। এরপর সেগুলো কতটুকু অর্জিত হলো, তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক বলেন, ভবিষ্যতে শীর্ষ স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

ঢাকা/এসআর

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এপিএ’র মূল্যায়নে তৃতীয় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট: ১২:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়ন করেছে। এই মূল্যায়নে চুক্তির আওতায় আসা ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আগে বিশ্ববিদ্যালয়টি নবম অবস্থানে ছিল। এ অর্জন যুগোপযোগী শিক্ষা প্রদানের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এ অর্জন আমাদের যুগোপযোগী শিক্ষা প্রদানের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এ অর্জনে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই গর্বিত।’

তিনি আরও জানান, ‘কিছুদিন আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ শিমাগো তালিকায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে।’

ইউজিসি সূত্রমতে, চুক্তির আওতায় আসা ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়নে তৃতীয় হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯৩ দশমিক ৭৫ নম্বর পেয়েছে। প্রথম হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৯৯ দশমিক ৪৭ নম্বর পেয়েছে। দ্বিতীয় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। বিগত অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল নবম।

আরও পড়ুনঃ

২০১৪-১৫ অর্থবছর থেকে দেশে এপিএ ব্যবস্থা চালু করা হয়। এতে সরকারি দপ্তরগুলো কী কী করবে, তার কথা উল্লেখ থাকে। এরপর সেগুলো কতটুকু অর্জিত হলো, তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক বলেন, ভবিষ্যতে শীর্ষ স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

ঢাকা/এসআর