এপ্রিলে দেশের মূল্যস্ফীতিতে স্বস্তির বার্তা

- আপডেট: ০৭:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ১০৩১৫ বার দেখা হয়েছে
গত এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মার্চ মাসের তুলনায় আরও কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। আজ সোমবার (৫ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। বিবিএসের সবশেষ তথ্য বলছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ৯ দশমিক ১৭ শতাংশ হয়েছে, গত মার্চ মাসে যেটি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ। মার্চ মাসে যেটি ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। আরও পড়ুন: জুনের মধ্যে মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশের নিচে নামার পূর্বাভাস
এদিকে মার্চ মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭০ শতাংশ থাকলেও এপ্রিল মাসে সেটি কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ। এছাড়া এপ্রিল মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৪০শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ।
আরও পড়ুন: তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ১০ শতাংশ
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।
ঢাকা/টিএ