এবার খাবার বিক্রেতা সাকিব

- আপডেট: ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নতুন রূপে হাজির হয়েছেন নেটিজনদের সামনে। যা অল্প সময়ের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। যেখানে তাকে দেখা গেল স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায়! খোলা রাস্তায় গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, হাতে খাবার ও সসের বোতল। বোঝা যায়, কোনও ক্রেতাকে তিনি খাবার সাজিয়ে দিচ্ছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ছবিটি সাকিব আল হাসান গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ করেন নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে হ্যাশট্যাগ দেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানকে।
এ বিষয়ে সাকিবের কোনও মন্তব্য মেলেনি। তবে নির্মাতা আদনান আল রাজীব জানান, সাকিবের এই পরিস্থিতির দায় তারই! এই ক্রিকেটারকে মডেল বানিয়ে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করছেন আদনান। একই জুটি যেমনটা করেছিলেন ক’দিন আগে বাস কন্ডাক্টরের বিজ্ঞাপনটি।
আদনান আল রাজীব বলেন, ‘সাকিবকে নিয়ে গ্রে অ্যাজেন্সির মাধ্যমে একসঙ্গে তিনটি কাজ করেছি। যার প্রথমটি সবাই দেখেছেন, বাস কন্ডাক্টর। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর ছাড়বো আরেকটি ক্যারেক্টার। ওখানেও সারপ্রাইজ আছে।’
সাকিব আল হাসানের লুক বদলানোর কাজটি করে বেশ মজা পেয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘ওর (সাকিব) লুক চেঞ্জ করার বিষয়টি খুব মজা পেয়েছি। আমার মেকআপ শিল্পী রবিন ছিলো এই কাজটির পেছনে। তারচেয়ে বড় কথা, কাজগুলো করার ক্ষেত্রে সাকিবের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি। যেটা না পেলে গেটআপ-মেকিং প্রপারলি করতে পারতাম না।’
আরো পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
ঢাকা/এসএ