০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

এবার নাটকে নোবেল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৩২০ বার দেখা হয়েছে

গায়ক হিসেবেই বেশ পরিচিত মাঈনুল আহসান নোবেল। পরিচিতির পাশাপাশি সমালোচিতও হয়েছেন তিনি একাধিকবার। ভালোবাসা দিবস উপলক্ষে এবার নাটকে অভিনয় করেছেন নোবেল। ‘পারবো না ভুলতে তোকে’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাকে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। গল্পে একজন গায়ক হিসেবেই দেখা যাবে তাকে। নাটকে তিনি গাইবেন ‘অসহায়’ শিরোনামের একটি গান। যার কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। 

নাটকে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নোবেল বলেন, এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। গান নিয়ে নাটকে অংশগ্রহণ করলাম। অনেক আনন্দ নিয়ে শুটিং করেছি। নাটক অনেক জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে নাটকের দর্শকের সঙ্গে যোগাযোগ হয়ে গেল।

গল্পের প্রয়োজনেই নোবেলকে নেওয়া হয়েছে জানিয়েছে নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ক্যামেরার সামনে বেশ সাবলীল ছিলেন নোবেল। সুন্দরভাবেই তার অংশের কাজ শেষ করেছেন নোবেল। ১৪ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এবার নাটকে নোবেল

আপডেট: ০১:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

গায়ক হিসেবেই বেশ পরিচিত মাঈনুল আহসান নোবেল। পরিচিতির পাশাপাশি সমালোচিতও হয়েছেন তিনি একাধিকবার। ভালোবাসা দিবস উপলক্ষে এবার নাটকে অভিনয় করেছেন নোবেল। ‘পারবো না ভুলতে তোকে’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাকে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। গল্পে একজন গায়ক হিসেবেই দেখা যাবে তাকে। নাটকে তিনি গাইবেন ‘অসহায়’ শিরোনামের একটি গান। যার কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। 

নাটকে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নোবেল বলেন, এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। গান নিয়ে নাটকে অংশগ্রহণ করলাম। অনেক আনন্দ নিয়ে শুটিং করেছি। নাটক অনেক জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে নাটকের দর্শকের সঙ্গে যোগাযোগ হয়ে গেল।

গল্পের প্রয়োজনেই নোবেলকে নেওয়া হয়েছে জানিয়েছে নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ক্যামেরার সামনে বেশ সাবলীল ছিলেন নোবেল। সুন্দরভাবেই তার অংশের কাজ শেষ করেছেন নোবেল। ১৪ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি।