০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

এবার ১০ উইকেটে হারল শ্রীলংকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / ১০৩১৩ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৫ রানে হেরেছিল সফরকারী শ্রীলংকা। জোহানেসবার্গে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০ উইকেটে। দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ লংকানরা আড়াই দিনেই মেনেছে হার।

প্রথম টেস্টে শ্রীলংকা এক ইনিংসে ১৮০ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছিল ৩৯৬ রান। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ২১১ এবং দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানেই থেমেছে তারা। এর আগে প্রথম ইনিংসে ৩০২ রান করা প্রোটিয়ারা তাই দ্বিতীয় ইনিংসে পায় ৬৭ রানের লক্ষ্য। কোন উইকেট না হারিয়েই তুলে ফেলে ওই রান। ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লংকানদের।

অবশ্য দ্বিতীয় টেস্টেও ইনিংস হারের চোখ রাঙানি ছিল সফরকারী শ্রীলংকা সামনে। তবে অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাটে চড়েই ইনিংস হার এড়ায় তারা। লংকান ওপেনার খেলেন ১০৩ রানের ইনিংস।

দ্বিতীয় দিন শেষে হাতে ৬ উইকেট থাকায় ৫ রানের লিডকে চ্যালেঞ্জিং সংগ্রহে নিয়ে যাওয়ার সম্ভাবনাও জেগেছিল ডিকওয়েলাদের সামনে। কিন্তু তৃতীয় দিন সকালে ৬১ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলংকা। ছোট্ট লক্ষ্যে এইডেন মার্করাম ৩৬ এবং ডেন এলগার ৩১ করতেই পৌছে যায় দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এবার ১০ উইকেটে হারল শ্রীলংকা

আপডেট: ১২:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৫ রানে হেরেছিল সফরকারী শ্রীলংকা। জোহানেসবার্গে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০ উইকেটে। দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ লংকানরা আড়াই দিনেই মেনেছে হার।

প্রথম টেস্টে শ্রীলংকা এক ইনিংসে ১৮০ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছিল ৩৯৬ রান। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ২১১ এবং দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানেই থেমেছে তারা। এর আগে প্রথম ইনিংসে ৩০২ রান করা প্রোটিয়ারা তাই দ্বিতীয় ইনিংসে পায় ৬৭ রানের লক্ষ্য। কোন উইকেট না হারিয়েই তুলে ফেলে ওই রান। ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লংকানদের।

অবশ্য দ্বিতীয় টেস্টেও ইনিংস হারের চোখ রাঙানি ছিল সফরকারী শ্রীলংকা সামনে। তবে অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাটে চড়েই ইনিংস হার এড়ায় তারা। লংকান ওপেনার খেলেন ১০৩ রানের ইনিংস।

দ্বিতীয় দিন শেষে হাতে ৬ উইকেট থাকায় ৫ রানের লিডকে চ্যালেঞ্জিং সংগ্রহে নিয়ে যাওয়ার সম্ভাবনাও জেগেছিল ডিকওয়েলাদের সামনে। কিন্তু তৃতীয় দিন সকালে ৬১ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলংকা। ছোট্ট লক্ষ্যে এইডেন মার্করাম ৩৬ এবং ডেন এলগার ৩১ করতেই পৌছে যায় দক্ষিণ আফ্রিকা।