এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

- আপডেট: ০৫:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৯৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এশিয়া কাপের গ্রুপ পর্বে সব রঙ এসে জমা হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে। দু’দলই আফগানদের বিপক্ষে হেরেছে। দু’দলই টপ অর্ডারের ব্যাটিং নিয়ে চিন্তিত। আহত বাঘ-সিংহের লড়াইটা এখন সুপার ফোরে যাওয়ার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ওই লড়াইয়ে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ। ওপেনিং চিন্তায় ছিলেন মুশফিকুর রহিম। তাকে লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ওপেনিং করানো হতে পারে। নাঈম শেখকে বাদ দিয়ে একাদশে জায়গা দেওয়া হতে পারে মেহেদি মিরাজকে।
এনামুল হক বিজয়ও ব্যাট হাতে রান পাচ্ছেন না। তবে তাকে একাদশে রেখে দেওয়ার সম্ভাবনা বেশি। অন্য দিকে মুশিকে মিডল অর্ডারে রেখে ওপেনিং করানো হতে পারে মেহেদি মিরাজকে। ডানহাতি অফ স্পিনারের দলে ঢোকার অন্যতম একটি কারণ হতে পারে লঙ্কান ব্যাটিং অর্ডারে কয়েকজন বাঁ-হাতি ব্যাটার আছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। শারজাহর থেকে এখানে পেস বোলিং কিছুটা ভালো হয়। তবে আসরের পঞ্চম এই ম্যাচ হবে পুরনো উইকেটে। সেজন্য স্পিনার আগের চেয়ে বেশি ধরার সম্ভাবনা আছে। ওই চিন্তা থেকে পেসার কমিয়ে একজন বাড়তি স্পিনার খেলানোর পথেও হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তনের সম্ভাবনা থাকলেও প্রথম ম্যাচে পরাজিত শ্রীলঙ্কার অপরিবর্তিত একাদশ নিয়েই নামার সম্ভাবনা বেশি। আফগানদের বিপক্ষে বাংলাদেশ মুজিব উর ও রশিদ খানের ঘূর্ণিতে ধসে গেছে। শ্রীলঙ্কা দলে আছেন রহস্য স্পিনার মহেষ থিকসানা ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে ভুল করেছে বাংলাদেশ। দুবাই স্টেডিয়ামে টস জয়ী দল ওই ভুল নিশ্চয় করবে না। স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ায় তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদি মিরাজ, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসন, শেখ মাহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আরো পড়ুন: নারায়ণগঞ্জে নিহত শাওন যুবদল কর্মী নাকি পথচারী তদন্ত হচ্ছে: তথ্যমন্ত্রী
ঢাকা/এসএ