এসএমইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

- আপডেট: ০২:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১০৪৩৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৯ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়েছে। এদিন সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৬ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৩ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আরও পড়ুন: দশ কোম্পানির লেনদেন চালু কাল
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৯ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে।
আজ এসএমইতে ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ৫টি কোম্পানির শেয়ার দর কমেছে। এবং ১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএ