০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

এসএ টোয়েন্টির সরাসরি চুক্তি ও ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

২০২৫ সালের ৯ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে সাউথ আফ্রিকার এসএ২০ লিগের তৃতীয় মৌসুমের। ৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি। পরবর্তী আসরকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের প্রি-সাইনিং ও রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড্রাফটের আগে ৬ দলের স্কোয়াড:

ডারবান সুপার জায়ান্টস- ব্রেন্ডন কিং, কুইন্টন ডি কক, নাভিন উল হক, কেন উইলিয়ামসন, ক্রিস ওকস, প্রেনেলান সুব্রিয়েন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, নূর আহমেদ, হেনরিখ ক্লাসেন, জন-জন স্মুটস, উইয়ান মুল্ডার, জুনিয়র ডালা, ব্রাইস পার্সনস, ম্যাথু ব্রেটকস, জেসন স্মিথ, মার্কাস স্টইনিস।

জোবার্গ সুপার কিংস- ফাফ ডু প্লেসি, মঈন আলী, জনি বেয়ারস্টো, মাহেশ থিকশানা, ডেভন কনওয়ে, জেরাল্ড কোয়েতজে, ডেভিড ভিসে, লুস ডু পোলি, লিজাড উইলিয়ামস, নান্দ্রে বার্গার, ডোনাভন ফেরেইরা, ইমরান তাহির, সিবোনেলো মাখায়া, তাবরাইজ শামসি।

এমআই কেপটাউন- রশিদ খান, বেন স্টোকস, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, আজমতউল্লাহ ওমরজাই, ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, নুয়ান থুসারা,কনর এস্টারথুজেন, ডেলানো পটজেটার, রাসি ভ্যান ডার ডাসেন, থমাস কাবের, ক্রিস বেঞ্জামিন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

প্রিটোরিয়া ক্যাপিটালস- অ্যানরিখ নরকিয়া, জেমস নিশাম, উইল জ্যাকস, রহমানুল্লাহ গুরবাজ, উইল স্মিদ, মিগেল প্রিটোরিয়াস, রাইলি রুশো, অ্যাথান বশ, ওয়াইন পারনেল, সেনুরান মুথুস্যামি, কাইল ভ্যারেইনে, ড্যারিন ডুপাভিলন, স্টিভ স্টক, তিয়ান ভ্যান ভুরেন।

পার্ল রয়্যালস- ডেভিড মিলার, মুজিব উর রহমান, স্যাম হেইন, জো রুট, দীনেশ কার্তিক, কিউনা মাফাকা, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, বিজর্ন ফরটুইন, লুঙ্গি এনগিদি, মিচেল ভ্যান বুরেন, কেইথ দুডজিওন, নাকাবা পিটার, আন্দিলে ফেহলুকায়ো, কোডি ইউসুফ, জন টার্নার, ডায়ান গ্যালিম, জ্যাকব বেথেল।

সানরাইজার্স ইস্টার্ন কেপ- এইডেন মার্করাম , জ্যাক ক্রলি, রুলফ ভ্যান ডার মারউই, লিয়াম ডওসন, ওটিনেল বার্টম্যান, মার্কো জেনসেন, বেয়ার্স সোয়ানেপিওল, কালিব সেলেকা, ট্রিস্টিয়ান স্টাবস, জর্ডান হারমান, প্যাট্রিক ক্রুগার, ক্রেইগ ওভারটন, টম অ্যাবল, সাইমন হার্মার, আন্দিলে সিমিলেন, ডেভিড বেডিংহাম।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এসএ টোয়েন্টির সরাসরি চুক্তি ও ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

আপডেট: ০১:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

২০২৫ সালের ৯ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে সাউথ আফ্রিকার এসএ২০ লিগের তৃতীয় মৌসুমের। ৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি। পরবর্তী আসরকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের প্রি-সাইনিং ও রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড্রাফটের আগে ৬ দলের স্কোয়াড:

ডারবান সুপার জায়ান্টস- ব্রেন্ডন কিং, কুইন্টন ডি কক, নাভিন উল হক, কেন উইলিয়ামসন, ক্রিস ওকস, প্রেনেলান সুব্রিয়েন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, নূর আহমেদ, হেনরিখ ক্লাসেন, জন-জন স্মুটস, উইয়ান মুল্ডার, জুনিয়র ডালা, ব্রাইস পার্সনস, ম্যাথু ব্রেটকস, জেসন স্মিথ, মার্কাস স্টইনিস।

জোবার্গ সুপার কিংস- ফাফ ডু প্লেসি, মঈন আলী, জনি বেয়ারস্টো, মাহেশ থিকশানা, ডেভন কনওয়ে, জেরাল্ড কোয়েতজে, ডেভিড ভিসে, লুস ডু পোলি, লিজাড উইলিয়ামস, নান্দ্রে বার্গার, ডোনাভন ফেরেইরা, ইমরান তাহির, সিবোনেলো মাখায়া, তাবরাইজ শামসি।

এমআই কেপটাউন- রশিদ খান, বেন স্টোকস, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, আজমতউল্লাহ ওমরজাই, ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, নুয়ান থুসারা,কনর এস্টারথুজেন, ডেলানো পটজেটার, রাসি ভ্যান ডার ডাসেন, থমাস কাবের, ক্রিস বেঞ্জামিন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

প্রিটোরিয়া ক্যাপিটালস- অ্যানরিখ নরকিয়া, জেমস নিশাম, উইল জ্যাকস, রহমানুল্লাহ গুরবাজ, উইল স্মিদ, মিগেল প্রিটোরিয়াস, রাইলি রুশো, অ্যাথান বশ, ওয়াইন পারনেল, সেনুরান মুথুস্যামি, কাইল ভ্যারেইনে, ড্যারিন ডুপাভিলন, স্টিভ স্টক, তিয়ান ভ্যান ভুরেন।

পার্ল রয়্যালস- ডেভিড মিলার, মুজিব উর রহমান, স্যাম হেইন, জো রুট, দীনেশ কার্তিক, কিউনা মাফাকা, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, বিজর্ন ফরটুইন, লুঙ্গি এনগিদি, মিচেল ভ্যান বুরেন, কেইথ দুডজিওন, নাকাবা পিটার, আন্দিলে ফেহলুকায়ো, কোডি ইউসুফ, জন টার্নার, ডায়ান গ্যালিম, জ্যাকব বেথেল।

সানরাইজার্স ইস্টার্ন কেপ- এইডেন মার্করাম , জ্যাক ক্রলি, রুলফ ভ্যান ডার মারউই, লিয়াম ডওসন, ওটিনেল বার্টম্যান, মার্কো জেনসেন, বেয়ার্স সোয়ানেপিওল, কালিব সেলেকা, ট্রিস্টিয়ান স্টাবস, জর্ডান হারমান, প্যাট্রিক ক্রুগার, ক্রেইগ ওভারটন, টম অ্যাবল, সাইমন হার্মার, আন্দিলে সিমিলেন, ডেভিড বেডিংহাম।

ঢাকা/এসএইচ