এসেঞ্জ সিকিউরিটিজের এমডির মৃত্যুতে ডিএসই’র শোক

- আপডেট: ০৬:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৫০০ বার দেখা হয়েছে
এসেঞ্জ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লাইলুন নাহার ইকরাম গত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং পরিচালনা বোর্ড গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
লাইলুন নাহার ইকরাম ১৯৯০ সালের ১৪ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন, যখন তিনি আমিন মোঃ তৌফিকের শেয়ার হস্তান্তরের মাধ্যমে সদস্যপদ লাভ করেছিলেন। তিনি ২০০৮ থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি একজন খ্যাতনামা স্থপতি এবং তাঁর নকশা করা বহু গুরুত্বপূর্ণ ভবন রয়েছে, যার মধ্যে নগর ভবন, আর্মি সেন্ট্রাল মসজিদ এবং এলজিইডি ভবন উল্লেখযোগ্য। তিনি মাইডাস ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ছিলেন এবং ডিসিসিআই’র বিদেশি বিনিয়োগ কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
তার মৃত্যুতে ডিএসই এবং শেয়ারবাজারের সকল সদস্য গভীরভাবে শোকাহত। তার প্রথম জানাজা আজ (১২ ফেব্রুয়ারি) বাদ আসর ঢাকা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় জানাজা ১৩ ফেব্রুয়ারি বাদ জোহর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা/এসএইচ