০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ওটিটি প্ল্যাটফর্ম অনেক এগিয়ে গেছে: শাকিব খান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / ১০৩১০ বার দেখা হয়েছে

ওভার দ্য টপ (ওটিটি) হলো ইন্টারনেট ভিডিও মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশে এখনো নতুন। তবে বৈশ্বিক মহামারির সময় ওটিটি প্ল্যাটফর্ম অনেক এগিয়ে গেছে বলে উল্লেখ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তার ভাষায়, ‘এই প্যান্ডামিকে ওটিটি প্ল্যাটফর্ম অনেক এগিয়ে গেছে। ইন্টারন্যাশনালি আমরা বড় প্ল্যাটফর্মে সুন্দর সিনেমা দেখছি।’

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢালিউড ভাইজান বলেন, ‘সম্ভাবনার এ বছরের অনেক শুভেচ্ছা সবাইকে। সম্ভাবনাময় এ জন্য বলছি কারণ বিগত বছর পুরো পৃথিবীর জন্য বাজে একটি বছর গেছে। গতবছর আমরা আমাদের অনেক গুণীজনকে হারিয়েছি। পুরো পৃথিবী বৈশ্বিক মহামারির মধ্যে পার করেছে। এ বছর আমরা মহামারি অতি দ্রুত কাটিয়ে সুন্দর সুস্থ পৃধিবী ফিরে পাব। সেই শুভ কামনা করছি।’

সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘নবাব এলএলবি’ সিনেমাটি নিয়েও কথা বলেছেন শাকিব খান। তিনি বলেন, ‘নবাব এলএলবি’ নারীর ক্ষমতায়ন, নারী অধিকার নিয়ে ছবি। আমার অভিনয় দক্ষতা দিয়ে চেষ্টা করেছি এ ছবির মাধ্যমে নারীর অধিকার রক্ষার জন্য যতটুকু সম্ভব বলার। ছবিটি ইতোমধ্যে সবার ভালো লেগেছে। ভালো রিভিউ পাচ্ছি, দেশ থেকে, দেশের বাইরে থেকে।

শাকিব খান আশা করেন, বৈশ্বিক মহামারি দ্রুতই কেটে যাবে। আবার সবাই ঘর থেকে বের হবে। সুস্থ পৃথিবী ফিরে পাবে। আবার সচল হবে সিনেমা হল। উপচে পড়া ভিড় হবে হলগুলোতে। 

নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো কাজ করতে চাই। আমার ভক্ত, দর্শকদের জন্য বরাবরই ভালো কাজ করতে চাই। আমার দেশের জন্য, দেশের সিনেমার জন্যও ভালো কাজ করতে চাই। আমার দেশের সিনেমা শুধু আমার দেশের গণ্ডির মধ্যেই থাকবে না- এই মনোভাব নিয়ে আমি অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অতিসত্ত্বর আমার দেশের সিনেমা বিশ্ববাজারে পৌঁছাবে।’

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওটিটি প্ল্যাটফর্ম অনেক এগিয়ে গেছে: শাকিব খান

আপডেট: ০২:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

ওভার দ্য টপ (ওটিটি) হলো ইন্টারনেট ভিডিও মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশে এখনো নতুন। তবে বৈশ্বিক মহামারির সময় ওটিটি প্ল্যাটফর্ম অনেক এগিয়ে গেছে বলে উল্লেখ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তার ভাষায়, ‘এই প্যান্ডামিকে ওটিটি প্ল্যাটফর্ম অনেক এগিয়ে গেছে। ইন্টারন্যাশনালি আমরা বড় প্ল্যাটফর্মে সুন্দর সিনেমা দেখছি।’

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢালিউড ভাইজান বলেন, ‘সম্ভাবনার এ বছরের অনেক শুভেচ্ছা সবাইকে। সম্ভাবনাময় এ জন্য বলছি কারণ বিগত বছর পুরো পৃথিবীর জন্য বাজে একটি বছর গেছে। গতবছর আমরা আমাদের অনেক গুণীজনকে হারিয়েছি। পুরো পৃথিবী বৈশ্বিক মহামারির মধ্যে পার করেছে। এ বছর আমরা মহামারি অতি দ্রুত কাটিয়ে সুন্দর সুস্থ পৃধিবী ফিরে পাব। সেই শুভ কামনা করছি।’

সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘নবাব এলএলবি’ সিনেমাটি নিয়েও কথা বলেছেন শাকিব খান। তিনি বলেন, ‘নবাব এলএলবি’ নারীর ক্ষমতায়ন, নারী অধিকার নিয়ে ছবি। আমার অভিনয় দক্ষতা দিয়ে চেষ্টা করেছি এ ছবির মাধ্যমে নারীর অধিকার রক্ষার জন্য যতটুকু সম্ভব বলার। ছবিটি ইতোমধ্যে সবার ভালো লেগেছে। ভালো রিভিউ পাচ্ছি, দেশ থেকে, দেশের বাইরে থেকে।

শাকিব খান আশা করেন, বৈশ্বিক মহামারি দ্রুতই কেটে যাবে। আবার সবাই ঘর থেকে বের হবে। সুস্থ পৃথিবী ফিরে পাবে। আবার সচল হবে সিনেমা হল। উপচে পড়া ভিড় হবে হলগুলোতে। 

নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো কাজ করতে চাই। আমার ভক্ত, দর্শকদের জন্য বরাবরই ভালো কাজ করতে চাই। আমার দেশের জন্য, দেশের সিনেমার জন্যও ভালো কাজ করতে চাই। আমার দেশের সিনেমা শুধু আমার দেশের গণ্ডির মধ্যেই থাকবে না- এই মনোভাব নিয়ে আমি অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অতিসত্ত্বর আমার দেশের সিনেমা বিশ্ববাজারে পৌঁছাবে।’