০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

রেস্তোরাঁ সেবার পর মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের মো. আবদুর রহমানের সঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কসপ কারখানা পরিচালিত হয় ক্ষুদ্র উদ্যোক্তদের মাধ্যমে। যাদের আছে স্বল্প পুঁজি, লেখাপড়া কম এবং যারা সমাজে পিছিয়ে পড়া তরুণ ও অর্ধশিক্ষিত বেকার যুবক। তাদের পক্ষে হিসাব নিকাশ করে ভ্যাট প্রদান করা সম্ভব নয়। অটোমোবাইল ওয়ার্কসপ মালিকরা অন্যের জায়গা ভাড়া নিয়ে গাড়ি মেরামত করে অথচ জায়গার মালিকের উপর ভ্যাট নির্ধারণ না করে ওয়ার্কসপ মালিকদের ওপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল ভ্যাট প্রত্যাহার করে ৫ শতাংশ করা।

আরও পড়ুন: ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার উপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ওই সেবার উপর ১০ শতাংশ ভ্যাট ছিল। আজ নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করলো এনবিআর।

রেস্তোরাঁ সেবা থেকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। ওই খাতে ভ্যাট ছিল ৫ শতাংশ, ৯ জানুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ খাতের মালিকদের আন্দোলনের মুখে পুনরায় আগের হার নির্ধারণ করে এনবিআর। পাশাপাশি ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই ও ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর

আপডেট: ০২:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

রেস্তোরাঁ সেবার পর মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের মো. আবদুর রহমানের সঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কসপ কারখানা পরিচালিত হয় ক্ষুদ্র উদ্যোক্তদের মাধ্যমে। যাদের আছে স্বল্প পুঁজি, লেখাপড়া কম এবং যারা সমাজে পিছিয়ে পড়া তরুণ ও অর্ধশিক্ষিত বেকার যুবক। তাদের পক্ষে হিসাব নিকাশ করে ভ্যাট প্রদান করা সম্ভব নয়। অটোমোবাইল ওয়ার্কসপ মালিকরা অন্যের জায়গা ভাড়া নিয়ে গাড়ি মেরামত করে অথচ জায়গার মালিকের উপর ভ্যাট নির্ধারণ না করে ওয়ার্কসপ মালিকদের ওপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল ভ্যাট প্রত্যাহার করে ৫ শতাংশ করা।

আরও পড়ুন: ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার উপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ওই সেবার উপর ১০ শতাংশ ভ্যাট ছিল। আজ নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করলো এনবিআর।

রেস্তোরাঁ সেবা থেকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। ওই খাতে ভ্যাট ছিল ৫ শতাংশ, ৯ জানুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ খাতের মালিকদের আন্দোলনের মুখে পুনরায় আগের হার নির্ধারণ করে এনবিআর। পাশাপাশি ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য ইতোমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই ও ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন।

ঢাকা/এসএইচ