ওরিয়ন ইনফিউশনের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি

- আপডেট: ১০:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ১০৫২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড অসম্মতি প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে জন্য বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানিটি। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ, বাকী ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। তবে বিএসইসি কোম্পানিটির স্টক ডিভিডেন্ডের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেনি।
কোম্পানিটি আরও জানায়, বিএসইসি কোম্পানিটিকে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ১০ শতাংশ ক্যাশ ডিভিডে দেওয়ার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন:
এদিকে, সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৩ পয়সা।
আর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সা।
ঢাকা/টিএ