০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ওষুধ খাতে ৫৭ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৪৪৩ বার দেখা হয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩১টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৩টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৫৭ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১৩টির বা ৫৭ শতাংশের মুনাফা বেড়েছে। ৮টির বা ৩৪ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ২টি বা ৯ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৩২০ শতাংশ বেড়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ শতাংশ এসিআইয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ১১২ শতাংশ মুনাফা বেড়েছে এসিআই ফর্মূলেশনের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে একমি ল্যাবরেটরিজের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ৮টির বা ৩৪ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৮৯ শতাংশ কমেছে এএফসি এগ্রো বায়োটেকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ শতাংশ ওয়াটা কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ মুনাফা কমেছে ওরিয়ন ইনফিউশনের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ কমেছে সিলভা ফার্মার।

অর্থবছরের ছয় মাসে লোকসান হয়েছে ২টির বা ৯ শতাংশ কোম্পানির। কোম্পানি দুইটির মধ্যে ফার কেমিক্যাল মুনাফা থেকে লোকসানে নেমেছে। আর বেক্সিমকো সিনথেটিকসের লোকসান আগের বছর একই সময় থেকে ৬ শতাংশ কমেছে।

কোম্পানির নাম ২০২০ সালের ছয় মাসের ইপিএস ২০১৯ সালের ছয় মাসের ইপিএস ব্যবধান
      বেড়েছে
বিকন ফার্মা ১.২৬ টাকা ০.৩০ টাকা ৩২০%
এসিআিই ৩.১৯ টাকা (১১.০৯) টাকা ১২৯%
এসিআই ফর্মূলেশন ২.৪৮ টাকা ১.১৭ টাকা ১১২%
গ্লোবাল হেভি কেমিক্যাল ০.৩৯ টাকা ০.২৫ টাকা ৫৬%
সেন্ট্রাল ফার্মা ০.১৬ টাকা ০.১১ টাকা ৪৫%
বেক্সিমকো ফার্মা ৪.৯৫ টাকা ৩.৮৩ টাকা ২৯%
সালভো ফার্মা ০.৩০ টাকা ০.২৪ টাকা ২৫%
রেনেটা ২৪.৬৩ টাকা ২০.৪০ টাকা ২১%
কোহিনুর কেমিক্যাল ৫.৪৯ টাকা ৪.৭০ টাকা ১৭%
স্কয়ার ফার্মা ৮.৭৬ টাকা ৭.৭৭ টাকা ১৩%
ইবনে সিনা ৮.১৯ টাকা ৭.৩০ টাকা ১২%
জেএমআই সিরিঞ্জ ২.৮৮ টাকা ২.৫৯ টাকা ১১%
একমি ল্যাবরেটরিজ ৩.৭৪ টাকা ৩.৬৬ টাকা ২%
       
      কমেছে
এএফসি এগ্রো ০.০৯ টাকা ০.৮১ টাকা ৮৯%
ওয়াটা কেমিক্যাল ৪.১১ টাকা ৬.৬০ টাকা ৩৮%
ওরিয়ন ইনফিউশন ০.৭৯ টাকা ১.১৪ টাকা ৩১%
অ্যাডভেন্ট ফার্মা ০.৭৯ টাকা ১.০৪ টাকা ২৪%
ইন্দো-বাংলা ফার্মা ০.৬৬ টাকা ০.৮৩ টাকা ২০%
ফার্মা এইডস ৮.০৫ টাকা ৯.৭৭ টাকা ১৮%
ওরিয়ন ফার্মা ২.০৩ টাকা ২.১৪ টাকা ৫%
সিলভা ফার্মা ০.৫৪ টাকা ০.৫৫ টাকা ২%
       
      লোকসান
ফার কেমিক্যাল (০.০৩) টাকা ০.৩৬ টাকা ১০৮%
বেক্সিমকো সিনথেটিকস (১.৩২) টাকা (১.৪০) টাকা ৬%

সূএ: বিজনেস আওয়ার

শেয়ার করুন

ওষুধ খাতে ৫৭ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে

আপডেট: ১২:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩১টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৩টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৫৭ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১৩টির বা ৫৭ শতাংশের মুনাফা বেড়েছে। ৮টির বা ৩৪ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ২টি বা ৯ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৩২০ শতাংশ বেড়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ শতাংশ এসিআইয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ১১২ শতাংশ মুনাফা বেড়েছে এসিআই ফর্মূলেশনের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে একমি ল্যাবরেটরিজের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ৮টির বা ৩৪ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৮৯ শতাংশ কমেছে এএফসি এগ্রো বায়োটেকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ শতাংশ ওয়াটা কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ মুনাফা কমেছে ওরিয়ন ইনফিউশনের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ কমেছে সিলভা ফার্মার।

অর্থবছরের ছয় মাসে লোকসান হয়েছে ২টির বা ৯ শতাংশ কোম্পানির। কোম্পানি দুইটির মধ্যে ফার কেমিক্যাল মুনাফা থেকে লোকসানে নেমেছে। আর বেক্সিমকো সিনথেটিকসের লোকসান আগের বছর একই সময় থেকে ৬ শতাংশ কমেছে।

কোম্পানির নাম ২০২০ সালের ছয় মাসের ইপিএস ২০১৯ সালের ছয় মাসের ইপিএস ব্যবধান
      বেড়েছে
বিকন ফার্মা ১.২৬ টাকা ০.৩০ টাকা ৩২০%
এসিআিই ৩.১৯ টাকা (১১.০৯) টাকা ১২৯%
এসিআই ফর্মূলেশন ২.৪৮ টাকা ১.১৭ টাকা ১১২%
গ্লোবাল হেভি কেমিক্যাল ০.৩৯ টাকা ০.২৫ টাকা ৫৬%
সেন্ট্রাল ফার্মা ০.১৬ টাকা ০.১১ টাকা ৪৫%
বেক্সিমকো ফার্মা ৪.৯৫ টাকা ৩.৮৩ টাকা ২৯%
সালভো ফার্মা ০.৩০ টাকা ০.২৪ টাকা ২৫%
রেনেটা ২৪.৬৩ টাকা ২০.৪০ টাকা ২১%
কোহিনুর কেমিক্যাল ৫.৪৯ টাকা ৪.৭০ টাকা ১৭%
স্কয়ার ফার্মা ৮.৭৬ টাকা ৭.৭৭ টাকা ১৩%
ইবনে সিনা ৮.১৯ টাকা ৭.৩০ টাকা ১২%
জেএমআই সিরিঞ্জ ২.৮৮ টাকা ২.৫৯ টাকা ১১%
একমি ল্যাবরেটরিজ ৩.৭৪ টাকা ৩.৬৬ টাকা ২%
       
      কমেছে
এএফসি এগ্রো ০.০৯ টাকা ০.৮১ টাকা ৮৯%
ওয়াটা কেমিক্যাল ৪.১১ টাকা ৬.৬০ টাকা ৩৮%
ওরিয়ন ইনফিউশন ০.৭৯ টাকা ১.১৪ টাকা ৩১%
অ্যাডভেন্ট ফার্মা ০.৭৯ টাকা ১.০৪ টাকা ২৪%
ইন্দো-বাংলা ফার্মা ০.৬৬ টাকা ০.৮৩ টাকা ২০%
ফার্মা এইডস ৮.০৫ টাকা ৯.৭৭ টাকা ১৮%
ওরিয়ন ফার্মা ২.০৩ টাকা ২.১৪ টাকা ৫%
সিলভা ফার্মা ০.৫৪ টাকা ০.৫৫ টাকা ২%
       
      লোকসান
ফার কেমিক্যাল (০.০৩) টাকা ০.৩৬ টাকা ১০৮%
বেক্সিমকো সিনথেটিকস (১.৩২) টাকা (১.৪০) টাকা ৬%

সূএ: বিজনেস আওয়ার