০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কস্ট প্রাইজে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ গণনায় অর্থমন্ত্রনালয়ের সহমত প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ১০৪৯৯ বার দেখা হয়েছে

এইচ কে জনি: পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ  বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে (ক্রয় মূল্য) বিনিয়োগ সীমা নির্ধারণের বিষয়টিতেও অর্থ মন্ত্রণালয় নীতিগতভাবে একমত হয়েছে। এছাড়াও বন্ডে বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগ সীমার মধ্যে এখন থেকে অন্তর্ভুক্ত করবে না বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম গণমাধ্যমকে এসব নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, ব্যাংকের বিনিয়োগ সীমা কস্ট প্রাইসে নির্ধারণের সম্মতি জানিয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই বিষয়ে নীতিগতভাবে সহমত পোষণ করেছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, গতকাল সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের এই বিষয়ে অবহিত করেছেন। তিনি বলেন, এখন থেকে সিকিউরিড বন্ড বিনিয়োগ সীমার বাহিরে থাকবে, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত জানান, অর্থ মন্ত্রণালয় বর্তমানে ব্যাংক খাতে কিছু আইন পরিবর্তনে কাজ করছে। সে আইনের সঙ্গে কস্ট প্রাইজের কোন সাংঘর্ষিক কিছু আছে কীনা-তা খতিয়ে দেখছে।

শিবলী রুবাইয়াত বলেন, কস্ট প্রাইজ গণনায় আইনে কোথায় কী বসবে সেগুলো নিয়ে এখন আলোচনা-পর্যালোচনা চলছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার যোগদানের এক সপ্তাহের মধ্যেই শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগ সীমা সমাধানের উদ্যোগ নেন। এই লক্ষ্যে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের (মার্কেট প্রাইস) পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার জন্য অনুমোদন বা স্পষ্টীকরনের জন্য মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক।

আব্দুর রউফ তালুকদার অর্থমন্ত্রনালয়ে সচিব থাকাকালীনও বিএসইসির এই দাবির সাথে একমত পোষণ করেছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার কারণে এই বিষয়টি এতদিন ধরে ঝুলে ছিল। যার কারণে বাজার বার বার এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্থ হয়েছে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

কস্ট প্রাইজে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ গণনায় অর্থমন্ত্রনালয়ের সহমত প্রকাশ

আপডেট: ১২:৩৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

এইচ কে জনি: পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ  বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে (ক্রয় মূল্য) বিনিয়োগ সীমা নির্ধারণের বিষয়টিতেও অর্থ মন্ত্রণালয় নীতিগতভাবে একমত হয়েছে। এছাড়াও বন্ডে বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগ সীমার মধ্যে এখন থেকে অন্তর্ভুক্ত করবে না বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম গণমাধ্যমকে এসব নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, ব্যাংকের বিনিয়োগ সীমা কস্ট প্রাইসে নির্ধারণের সম্মতি জানিয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই বিষয়ে নীতিগতভাবে সহমত পোষণ করেছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, গতকাল সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের এই বিষয়ে অবহিত করেছেন। তিনি বলেন, এখন থেকে সিকিউরিড বন্ড বিনিয়োগ সীমার বাহিরে থাকবে, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত জানান, অর্থ মন্ত্রণালয় বর্তমানে ব্যাংক খাতে কিছু আইন পরিবর্তনে কাজ করছে। সে আইনের সঙ্গে কস্ট প্রাইজের কোন সাংঘর্ষিক কিছু আছে কীনা-তা খতিয়ে দেখছে।

শিবলী রুবাইয়াত বলেন, কস্ট প্রাইজ গণনায় আইনে কোথায় কী বসবে সেগুলো নিয়ে এখন আলোচনা-পর্যালোচনা চলছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার যোগদানের এক সপ্তাহের মধ্যেই শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগ সীমা সমাধানের উদ্যোগ নেন। এই লক্ষ্যে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের (মার্কেট প্রাইস) পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার জন্য অনুমোদন বা স্পষ্টীকরনের জন্য মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক।

আব্দুর রউফ তালুকদার অর্থমন্ত্রনালয়ে সচিব থাকাকালীনও বিএসইসির এই দাবির সাথে একমত পোষণ করেছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার কারণে এই বিষয়টি এতদিন ধরে ঝুলে ছিল। যার কারণে বাজার বার বার এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্থ হয়েছে।

ঢাকা/এসআর