কাফকো থেকে ১৫৪ কোটি টাকায় ইউরিয়া সার কেনার অনুমোদন

- আপডেট: ০৫:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৫৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
দেশী প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এই সার ক্রয়ে ব্যয় হবে ১৫৪ কোটি ৬৮ লাখ ০৭ হাজার ৫০০ টাকা। আর প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪২২.৬২৫ মার্কিন ডলার।
আরও পড়ুন: ভারতীয় এলওসি প্রকল্প বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
এরআগে গত ২৫ ফেব্রুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয় ৩১০ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০০ টাকা। এরমধ্যে ৩০ হাজার টন আসবে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ৩০ হাজার টন আসবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাছ থেকে।
ঢাকা/এসএইচ