কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

- আপডেট: ০৭:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১০৪১২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মারা যাওয়া কয়েদি আব্দুল খালেক (৯২) নেত্রকোনার দুর্গাপুর থানার মৌ গ্রামের বাসিন্দা ছিলেন।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, ময়মনসিংহের দুর্গাপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি ২০১৫ সালের ১৭ মে থেকে এ কারাগারে বন্দি ছিলেন এবং অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সোমবার দিনগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৬৯
ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সুব্রত কুমার বালা।
ঢাকা/টিএ