কীভাবে ফ্রিতে দেখবেন বাংলাদেশ-ভারত লড়াই

- আপডেট: ১২:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হারের মাধ্যমে সেরা আটের লড়াই শুরু হয় বাংলাদেশের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এবার সুপার এইটে বাংলাদেশ-ভারতের গুরুত্বপূর্ণ লড়াই। সেমিফাইনালের আশা-প্রত্যাশা বাঁচিয়ে রাখার লড়াই নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে শেষ চারে দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করার লড়াই টিম ইন্ডিয়ার। কখন, কোথায়, কীভাবে দেখবেন দুই দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচ?
ম্যাচের ভেন্যু: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম
ম্যাচের সময়: শনিবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা। এর ৩০ মিনিট আগে হবে ম্যাচের টস।
আরও পড়ুন: ইন্দোনেশিয়াকে ১০ গোল দিয়ে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ
যেভাবে দেখবেন: বাংলাদেশ-ভারত লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৭তম ম্যাচ। স্টার স্পোর্টস নেটওয়ার্কে প্রায় সবগুলো চ্যানেল সরাসরি সম্প্রচার করবে এ ম্যাচ। ইংরেজি ও হিন্দি ছাড়াও ভারতীয় অন্যান্য ভাষায়ও উপভোগ করা যাবে এ ম্যাচ। এ ছাড়া বাংলাদেশের নাগরিক টেলিভিশনও সরাসরি সম্প্রচার করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ।
অনলাইনে যেভাবে দেখবেন: ভারতীয়রা ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে উপভোগ করতে পারবেন এ ম্যাচ। বাংলাদেশে টফি অ্যাপে এবং ওয়েব সাইটে দেখা যাবে বাংলাদেশ-ভারত লড়াই।
দুই দলের পুরো স্কোয়াড
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও মোহম্মদ সিরাজ।
ঢাকা/এসএইচ