কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে এনএসইউ-বুয়েট সমঝোতা

- আপডেট: ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
সহযোগিতামূলক গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। রবিবার (১১ জুন) চুক্তি সই হয়েছে বলে সোমবার (১২ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এনএসইউ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুয়েট ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয় যৌথ গবেষণা প্রকল্প, অ্যাকাডেমিক অংশীদারত্ব, প্রকাশনা এবং অন্যান্য অংশীদারত্ব উদ্যোগ জোরদারের লক্ষ্যে।
এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং এনএসইউ এক্সটারনাল অ্যাফেয়ার্স কার্যালয়ের পরিচালক ড. ক্যাথরিন লি এনএসইউর প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার তার প্রতিষ্ঠান ও প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন: ‘ভায়েরা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয় স্মারক সই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে এনএসইউ এবং বুয়েট অ্যাকাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখবে এবং বাংলাদেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা ও উদ্ভাবনের একটি নতুন যুগের সূচনা করবে।
ঢাকা/এসএম