০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কোয়ার্টারে ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ১০৪২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরেই গোল পেলেন নেইমার। ব্রাজিলের ধ্রুপদী ফুটবল দেখল গোটা বিশ্ব। সেলকাওদের গোল উৎসবে ৪-১ গোলে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া। সে সঙ্গে নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষ আটের টিকিটও।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের জন্য সহজ হবে না। শেষ আটের প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। ৯ ডিসেম্বর শুক্রবার হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। রাত ৯টায় শুরু হবে খেলা।

এর আগে সোমবার দিনের প্রথম ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচটি ১-১ গোলের ড্র’র পর গড়ায় অতিরিক্ত সময়ে। চলমান বিশ্বকাপে অতিরিক্ত সময়ে গড়ানো এটিই প্রথম ম্যাচ। অতিরিক্ত সময়েও ম্যাচের ফল না হওয়ায় গড়ায় টাইব্রেকারে। সেখানে এশিয়ার দেশটিকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল। অন্যদিকে ক্রোয়েশিয়া গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জলাঞ্জলি দিয়েছিল ইউরোপের দেশটি। ফলে কাতার বিশ্বকাপে শিরোপা থেকে তিন ম্যাচ দূরে রয়েছে তারা। এখন দেখার অপেক্ষা কোন দল সেমিফাইনালে যায়।

আরও পড়ুনঃমেসেজিংয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ টেস্ট করছে গুগল

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কোয়ার্টারে ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়া

আপডেট: ০২:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরেই গোল পেলেন নেইমার। ব্রাজিলের ধ্রুপদী ফুটবল দেখল গোটা বিশ্ব। সেলকাওদের গোল উৎসবে ৪-১ গোলে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া। সে সঙ্গে নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষ আটের টিকিটও।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের জন্য সহজ হবে না। শেষ আটের প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। ৯ ডিসেম্বর শুক্রবার হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। রাত ৯টায় শুরু হবে খেলা।

এর আগে সোমবার দিনের প্রথম ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচটি ১-১ গোলের ড্র’র পর গড়ায় অতিরিক্ত সময়ে। চলমান বিশ্বকাপে অতিরিক্ত সময়ে গড়ানো এটিই প্রথম ম্যাচ। অতিরিক্ত সময়েও ম্যাচের ফল না হওয়ায় গড়ায় টাইব্রেকারে। সেখানে এশিয়ার দেশটিকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল। অন্যদিকে ক্রোয়েশিয়া গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জলাঞ্জলি দিয়েছিল ইউরোপের দেশটি। ফলে কাতার বিশ্বকাপে শিরোপা থেকে তিন ম্যাচ দূরে রয়েছে তারা। এখন দেখার অপেক্ষা কোন দল সেমিফাইনালে যায়।

আরও পড়ুনঃমেসেজিংয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ টেস্ট করছে গুগল

ঢাকা/এসএম