০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / ১০৩৭৯ বার দেখা হয়েছে

কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী হলুদ সাগরে ‘বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের বরাতে ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। তিন দিন আগে বুধবার সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পিয়ংইয়ং।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইয়োনহ্যাপ বলেছে, শনিবারের উৎক্ষেপণটি স্থানীয় সময় ভোর ৪টার দিকে হয়েছিল। তবে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

বুধবার দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর উত্তর কোরিয়া বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী, বোমারু বিমান বা ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েন হলে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে তারা ভাববে।

এদিকে ডিমিলিটারাইজড জোন পরিদর্শনকারী একটি ট্যুর গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এক মার্কিন সেনা পিয়ংইয়ংয়ের হেফাজতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এ ঘটনায় উদ্বেগ জানালেও পিয়ংইয়ং এখনও সেনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন: বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা

উত্তরের এমন আচরণের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া জানায়, পিয়ংইয়ং-এর পরমাণু ব্যবহার করার অর্থ হবে কিম জং উনের শাসনের অবসান।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, জোটের ওপর যেকোনও পারমাণবিক হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উত্তর কোরিয়াকে। সূত্র: আল জাজিরা

ঢাকা/এসএ

শেয়ার করুন

ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আপডেট: ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী হলুদ সাগরে ‘বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের বরাতে ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। তিন দিন আগে বুধবার সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পিয়ংইয়ং।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইয়োনহ্যাপ বলেছে, শনিবারের উৎক্ষেপণটি স্থানীয় সময় ভোর ৪টার দিকে হয়েছিল। তবে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

বুধবার দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর উত্তর কোরিয়া বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী, বোমারু বিমান বা ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েন হলে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে তারা ভাববে।

এদিকে ডিমিলিটারাইজড জোন পরিদর্শনকারী একটি ট্যুর গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এক মার্কিন সেনা পিয়ংইয়ংয়ের হেফাজতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এ ঘটনায় উদ্বেগ জানালেও পিয়ংইয়ং এখনও সেনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন: বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা

উত্তরের এমন আচরণের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া জানায়, পিয়ংইয়ং-এর পরমাণু ব্যবহার করার অর্থ হবে কিম জং উনের শাসনের অবসান।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, জোটের ওপর যেকোনও পারমাণবিক হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উত্তর কোরিয়াকে। সূত্র: আল জাজিরা

ঢাকা/এসএ