ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ ১০০ কোটি টাকা কমেছে

- আপডেট: ০৬:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১০৪২২ বার দেখা হয়েছে
দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে চলতি বছরের আগস্ট মাসে ৩৭২ কোটি ৮০ লাখ টাকা খরচ করেছেন। যা জুলাই মাস থেকে ১০২ কোটি টাকা কম। জুলাই মাসে ক্রেডিট কার্ডে ৪৭৫ কোটি টাকা খরচ করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বেশ কয়েকটি দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করে। তবে আগস্ট মাসের সবগুলো দেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে বাংলাদেশিদের। ক্রেডিট কার্ডে খরচের শীর্ষে যুক্তরাষ্ট্র, ভারত, ইউকে, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। গত দুই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশের বেশি এই ৫ দেশে হয়েছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস
পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের আগস্ট মাসে আমেরিকায় ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৫ কোটি ২০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ২০ দশমিক ১৭ শতাংশ। আমেরিকার খরচের এ অঙ্ক জুলাইয়ে ছিল ৭৯ কোটি ৬০ লাখ টাকা। একইভাবে আগস্টে প্রতিবেশী দেশ ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৫০ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ৫৭ শতাংশ। ভারতে খরচের এ অঙ্ক জুলাইয়ে ছিল ৭৩ কোটি ২০ লাখ টাকা।
আগস্টে যুক্তরাজ্যে খরচ করেছেন ৩৪ কোটি ৫০ লাখ টাকা, থাইল্যান্ড গিয়ে বাংলাদেশিরা ৩২ কোটি ৭০ লাখ টাকা, সিঙ্গাপুরে গিয়ে খরচ করেছেন ৩০ কোটি টাকা। এছাড়া কানাডায় ২৫ কোটি ৪০ লাখ টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।
ঢাকা/এসএইচ