১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে নেই মোখার প্রভাব, ফাঁকা আশ্রয়কেন্দ্র

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করলেও এর প্রভাব পড়ছে না খাগড়াছড়িতে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও সেখানে যাচ্ছেন না স্থানীয়রা। রোববার (১৪ মে) সকাল পর্যন্ত জেলায় কোনো ধরনের বৈরী আবহাওয়া বা বৃষ্টি দেখা যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রবল বর্ষণে পাহাড় ধসের শঙ্কা থাকায় তা মোকাবিলা করতে সজাগ রয়েছে খাগড়াছড়ির জেলা ও উপজেলা প্রশাসন। মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতির অংশ হিসেবে আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরজমিনে গিয়ে আহ্বান জানানো হয়।

শনিবার বিকেল থেকে বিভিন্ন এলাকায় গিয়ে সরজমিনে পরিদর্শন করে সকল মানুষকে সতর্ক থাকতে আহবান জানিয়েছে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব দেখা দিলে ঝুঁকিতে থাকা সকলে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা করে রাখা হয়েছে। সবাই সতর্ক থাকবেন যাতে কোনো অসুবিধা হওয়ার আগে আশ্রয়কেন্দ্রে চলে যেতে পারেন। বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিবো।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের যে সকল এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে সেসব জায়গার আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে তা মোকাবিলা করতে সজাগ রয়েছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

খাগড়াছড়িতে নেই মোখার প্রভাব, ফাঁকা আশ্রয়কেন্দ্র

আপডেট: ১১:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করলেও এর প্রভাব পড়ছে না খাগড়াছড়িতে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও সেখানে যাচ্ছেন না স্থানীয়রা। রোববার (১৪ মে) সকাল পর্যন্ত জেলায় কোনো ধরনের বৈরী আবহাওয়া বা বৃষ্টি দেখা যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রবল বর্ষণে পাহাড় ধসের শঙ্কা থাকায় তা মোকাবিলা করতে সজাগ রয়েছে খাগড়াছড়ির জেলা ও উপজেলা প্রশাসন। মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতির অংশ হিসেবে আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরজমিনে গিয়ে আহ্বান জানানো হয়।

শনিবার বিকেল থেকে বিভিন্ন এলাকায় গিয়ে সরজমিনে পরিদর্শন করে সকল মানুষকে সতর্ক থাকতে আহবান জানিয়েছে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব দেখা দিলে ঝুঁকিতে থাকা সকলে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা করে রাখা হয়েছে। সবাই সতর্ক থাকবেন যাতে কোনো অসুবিধা হওয়ার আগে আশ্রয়কেন্দ্রে চলে যেতে পারেন। বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিবো।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের যে সকল এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে সেসব জায়গার আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে তা মোকাবিলা করতে সজাগ রয়েছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ঢাকা/এসএম