০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

খিলগাঁওয়ে দুই শিশুকে গলাকেটে হত্যা, মা হাসপাতালে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • / ১০৭৩৮ বার দেখা হয়েছে

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার একটি বাসা থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

খিলগাঁও থানা পুলিশ বলছে, দুই শিশুকে গলাকেটে হত্যার আগে আগুনেও পোড়ানো হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন শিশু দুটির মা আরিফুন্নেসা পপিও।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জান্নাত (১২) ও আলভী (৭)। শিশু দুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ শিশু দুটির মরদেহের সুরতহাল করছে। ঘটনাস্থলে এসেছে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট।

ঘটনা সম্পর্কে ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। তাদের বাবা মুন্সীগঞ্জ থাকেন এবং মাঝে-মধ্যে আসেন। পারিবারিক কলহ ছিল। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

পপির ভাতিজা অনিক জানান, পারিবারিক কলহের জের ধরে ফুফি (পপি) দুই শিশুকে জবাই করে নিজেই আত্মহত্যার চেষ্টা করেন।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

খিলগাঁওয়ে দুই শিশুকে গলাকেটে হত্যা, মা হাসপাতালে

আপডেট: ১২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার একটি বাসা থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

খিলগাঁও থানা পুলিশ বলছে, দুই শিশুকে গলাকেটে হত্যার আগে আগুনেও পোড়ানো হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন শিশু দুটির মা আরিফুন্নেসা পপিও।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জান্নাত (১২) ও আলভী (৭)। শিশু দুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ শিশু দুটির মরদেহের সুরতহাল করছে। ঘটনাস্থলে এসেছে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট।

ঘটনা সম্পর্কে ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। তাদের বাবা মুন্সীগঞ্জ থাকেন এবং মাঝে-মধ্যে আসেন। পারিবারিক কলহ ছিল। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

পপির ভাতিজা অনিক জানান, পারিবারিক কলহের জের ধরে ফুফি (পপি) দুই শিশুকে জবাই করে নিজেই আত্মহত্যার চেষ্টা করেন।