০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

গুঁড়াদুধ ও চকলেটের দাম কমছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / ১০২৬৯ বার দেখা হয়েছে

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শুল্ক কমিয়ে গুঁড়াদুধ ও চকলেটের দাম কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, আড়াই কেজি পর্যন্ত প্যাকেটে গুড়া দুধ আমদানিতে বর্তমানে মোট কর ৮৯.৩২ শতাংশ। অপরদিকে বাল্ক আকারে আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ এবং মোট কর ৩৭ শতাংশ। দুটি আকারে পণ্যটি আমদানির ক্ষেত্রে শুল্ক-করের পার্থক্য অনেক বেশি থাকায় স্থানীয়ভাবে প্যাকেটকারী প্রতিষ্ঠানগুলো অযৌক্তিক পরিমাণ সুবিধা ভোগ করছে।

এই কর নীতিকে সুবিধাজনক করতে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুড়া দুধের উপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আমদানির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের মোট করের পার্থক্য থাকবে ২১ শতাংশ। যা দেশীয় শিল্পের বিকাশে কোনো বাধার সৃষ্টি করতে পারবে না।

আরও পড়ুন: ১৫ শতাংশ কর দিলেই কালো টাকা হবে সাদা

চকলেট এবং এই সংক্রান্ত কোকো পাউডার কেন্দ্রিক খাদ্যকে সাপ্লিমেন্টারি খাদ্যপণ্য হিসেবে ঘোষণা দেয়ায় আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির প্রবণতা দেখা যাচ্ছে। শুল্ক ফাঁকি রোধের জন্য এ ধরনের খাদ্যপণ্যের ওপর যৌক্তিক কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর বিপরীতে চলতি অর্থবছরের আরোপিত ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ২০ শতাংশ করা হবে। এর ফলে এ পণ্যটিতে সামগ্রিক কর কমে ১২৭.৭২ শতাংশের বদলে ৮৯.৩২ শতাংশ হবে। এতে করে বাজারে চকলেটের দাম কমে আসবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের এ বাজেট প্রস্তাব পেশ করবেন আবুল হাসান মাহমুদ আলী। পাস হলে এটি হবে দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রস্তাবিত এ বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

গুঁড়াদুধ ও চকলেটের দাম কমছে

আপডেট: ০৩:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শুল্ক কমিয়ে গুঁড়াদুধ ও চকলেটের দাম কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, আড়াই কেজি পর্যন্ত প্যাকেটে গুড়া দুধ আমদানিতে বর্তমানে মোট কর ৮৯.৩২ শতাংশ। অপরদিকে বাল্ক আকারে আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ এবং মোট কর ৩৭ শতাংশ। দুটি আকারে পণ্যটি আমদানির ক্ষেত্রে শুল্ক-করের পার্থক্য অনেক বেশি থাকায় স্থানীয়ভাবে প্যাকেটকারী প্রতিষ্ঠানগুলো অযৌক্তিক পরিমাণ সুবিধা ভোগ করছে।

এই কর নীতিকে সুবিধাজনক করতে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুড়া দুধের উপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আমদানির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের মোট করের পার্থক্য থাকবে ২১ শতাংশ। যা দেশীয় শিল্পের বিকাশে কোনো বাধার সৃষ্টি করতে পারবে না।

আরও পড়ুন: ১৫ শতাংশ কর দিলেই কালো টাকা হবে সাদা

চকলেট এবং এই সংক্রান্ত কোকো পাউডার কেন্দ্রিক খাদ্যকে সাপ্লিমেন্টারি খাদ্যপণ্য হিসেবে ঘোষণা দেয়ায় আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির প্রবণতা দেখা যাচ্ছে। শুল্ক ফাঁকি রোধের জন্য এ ধরনের খাদ্যপণ্যের ওপর যৌক্তিক কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর বিপরীতে চলতি অর্থবছরের আরোপিত ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ২০ শতাংশ করা হবে। এর ফলে এ পণ্যটিতে সামগ্রিক কর কমে ১২৭.৭২ শতাংশের বদলে ৮৯.৩২ শতাংশ হবে। এতে করে বাজারে চকলেটের দাম কমে আসবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের এ বাজেট প্রস্তাব পেশ করবেন আবুল হাসান মাহমুদ আলী। পাস হলে এটি হবে দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রস্তাবিত এ বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

ঢাকা/এসএইচ