গুলিস্তানে বিস্ফোরণে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

- আপডেট: ১২:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণ সংগঠিত হওয়া ভবনটিতে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো আমাদের উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। ভবনটির বেজমেন্টসহ বিভিন্ন জায়গায় আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। উদ্ধার অভিযানে আমরা এখন খুঁজে দেখছি ভেতর কেউ জীবিত অবস্থায় বা কারো মরদেহ রয়েছে কিনা। উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে অন্যান্য সংস্থার লোকজনও কাজ করছে।
আরও পড়ুন: আপাতত দুই শিশুকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা
এদিকে সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়।
ঢাকা/টিএ