গেইনারের শীর্ষে ইসলামী ব্যাংক

- আপডেট: ০৪:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকে বাংলাদেশ পিএলসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (৩০ জুন) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৬০পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১টাকা ৬০পয়সা বা ৬.৭২ শতাংশ।
আর ১ টাকা পয়সা বা ৫.৫২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ইউনিয়ন ক্যাপিটাল, এশিয়াটিক ল্যাব, বিএসসি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমএল ডাইং এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি।
ঢাকা/এসএইচ