গ্লোবাল ইসলামী ব্যাংকের চান্দিনা শাখার স্থান পরিবর্তন

- আপডেট: ১১:০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১০৩৯৩ বার দেখা হয়েছে
গ্লোবাল ইসলামী ব্যাংকের চান্দিনা শাখা রোববার (১৯ মার্চ) থেকে নতুন ঠিকানা ‘সাহা প্লাজা’, ৫৪৪ মধ্যবাজার, চান্দিনা পৌরসভা, চান্দিনা, কুমিল্লায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
পূর্বে এই শাখার কার্যক্রম আলহাজ্ব ডাঃ রোসমত আলী সুপার মার্কেট, চান্দিনা পৌরসভা, চান্দিনা, কুমিল্লা হতে পরিচালিত হতো। ব্যাংকের অতিরিক্ত ব্যাস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলী খান, চান্দিনা শাখার ব্যবস্থাপক এবং
ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইডিএফ ঋণ সময়মতো ফেরত না দিলে দণ্ড সুদ
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমেগ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী স্বকীয়তা বজায় রেখে সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাকা/এসএ