১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৪০১ বার দেখা হয়েছে

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে নৌযান বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

দৌলতদিয়া ফেরিঘাটে আটকে পড়া বাসচালক নুরু শেখ বলেন, ‘গত ১৫ দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। মাঝখানে কয়দিন কুয়াশা কম ছিল। কিন্তু ৩-৪ দিন ধরে আবার বেশি কুয়াশা পড়ছে। এতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় গাড়িতে থাকা যাত্রী ও আমাদের কষ্ট হচ্ছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পদ্মা সেতু পার হয়ে কেন যাননি—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের অনুমতি নেই। আমরা সাধারণত যাত্রী নিয়ে গাবতলী পর্যন্ত যাই। এ কারণে প্রতিনিয়ত এই নৌপথই ব্যবহার করতে হয়।’

আরও পড়ুন: মেট্রোরেল যুগে পা রাখছে বাংলাদেশ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট: ১১:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে নৌযান বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

দৌলতদিয়া ফেরিঘাটে আটকে পড়া বাসচালক নুরু শেখ বলেন, ‘গত ১৫ দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। মাঝখানে কয়দিন কুয়াশা কম ছিল। কিন্তু ৩-৪ দিন ধরে আবার বেশি কুয়াশা পড়ছে। এতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় গাড়িতে থাকা যাত্রী ও আমাদের কষ্ট হচ্ছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পদ্মা সেতু পার হয়ে কেন যাননি—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের অনুমতি নেই। আমরা সাধারণত যাত্রী নিয়ে গাবতলী পর্যন্ত যাই। এ কারণে প্রতিনিয়ত এই নৌপথই ব্যবহার করতে হয়।’

আরও পড়ুন: মেট্রোরেল যুগে পা রাখছে বাংলাদেশ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।

ঢাকা/এসএ