০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

ঘুষ দিতে বাধ্য হলে কি গুনাহ হবে?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ৪২১২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আমি একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে চাকুরী করি। কিছুদিন আগে একজন গ্রাহক হিসেবে এক অফিসে গেলে, কাজ আদায়ের জন্য আমার কাছ থেকে ঘুষ আদায় করেছে। আমি অপারগ ছিলাম, তাই দিতে বাধ্য হয়েছি ঘুষ প্রদান করতে। কিন্তু এখন আমার প্রশ্ন হলো- আমার কি গোনাহ হবে? আমার করণীয় কী?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এর উত্তর হলো- প্রথম জেনে রাখা উচিত যে, নিঃসন্দেহে ঘুষের লেনদেন হারাম ও কবিরা গুনাহ। আবদুল্লাহ ইবন আমর (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে অভিশাপ করেছেন।’ (আবু দাউদ, হাদিস : ৩৫৮০, আহমাদ, হাদিস : ৬৭৯১)
তবে কোনো ব্যক্তি যদি নিজের হক আদায় করতে কিংবা জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে ঘুষ দিতে বাধ্য হয়— তাহলে তার জন্য ঘুষ দেওয়া জায়েজ আছে। কেননা, সে তো বাধ্য হয়ে দিয়েছে, এখানে কিছু করার নেই। সুতরাং এক্ষেত্রে সে আল্লার কাছে তাওবা করবে।

প্রখ্যাত মুসলিম মনীষী খাত্তাবি (রহ.) বলেন, ‘কোনো ব্যক্তি যদি নিজের অধিকার আদায় করতে গিয়ে কিংবা নিজের উপর জুলুম প্রতিহত করতে গিয়ে ঘুষ দেয় তাহলে সে উক্ত সতর্কবাণীর (লানত) অন্তর্ভুক্ত হবে না।’ (মাআলিমুস সুনান : ৫/২০৭)

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x

ঘুষ দিতে বাধ্য হলে কি গুনাহ হবে?

আপডেট: ০৫:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: আমি একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে চাকুরী করি। কিছুদিন আগে একজন গ্রাহক হিসেবে এক অফিসে গেলে, কাজ আদায়ের জন্য আমার কাছ থেকে ঘুষ আদায় করেছে। আমি অপারগ ছিলাম, তাই দিতে বাধ্য হয়েছি ঘুষ প্রদান করতে। কিন্তু এখন আমার প্রশ্ন হলো- আমার কি গোনাহ হবে? আমার করণীয় কী?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এর উত্তর হলো- প্রথম জেনে রাখা উচিত যে, নিঃসন্দেহে ঘুষের লেনদেন হারাম ও কবিরা গুনাহ। আবদুল্লাহ ইবন আমর (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে অভিশাপ করেছেন।’ (আবু দাউদ, হাদিস : ৩৫৮০, আহমাদ, হাদিস : ৬৭৯১)
তবে কোনো ব্যক্তি যদি নিজের হক আদায় করতে কিংবা জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে ঘুষ দিতে বাধ্য হয়— তাহলে তার জন্য ঘুষ দেওয়া জায়েজ আছে। কেননা, সে তো বাধ্য হয়ে দিয়েছে, এখানে কিছু করার নেই। সুতরাং এক্ষেত্রে সে আল্লার কাছে তাওবা করবে।

প্রখ্যাত মুসলিম মনীষী খাত্তাবি (রহ.) বলেন, ‘কোনো ব্যক্তি যদি নিজের অধিকার আদায় করতে গিয়ে কিংবা নিজের উপর জুলুম প্রতিহত করতে গিয়ে ঘুষ দেয় তাহলে সে উক্ত সতর্কবাণীর (লানত) অন্তর্ভুক্ত হবে না।’ (মাআলিমুস সুনান : ৫/২০৭)

ঢাকা/এমটি