চট্টগ্রামে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

- আপডেট: ০১:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রামের ১৫ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার সকাল ৯টা থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত প্রথম তিন ঘণ্টায় প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে চট্টগ্রামের বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৩ নম্বর ওয়ার্ড) কেন্দ্রে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ করতে কঠোর অবস্থানে আছে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক র্যাব, আনসার সদস্য।সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে উচ্ছ্বাস দেখা গেছে ভোটারদের মাঝে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৩ নম্বর ওয়ার্ড) কেন্দ্রে প্রবেশ করতেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এই কেন্দ্রের দুটি কক্ষে সুশৃঙ্খলভাবে ভোট দিতে দেখা যায় ভোটারদের। কক্ষের প্রধান ফটকে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ সুষ্ঠু করতে একজন একজন করে ভোটারদের ভোট কক্ষে প্রবেশের অনুমতি দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এমন নিয়মে খুশি ভোটারেরাও। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৭ জন। কেন্দ্রের এক নম্বর কক্ষে দুপুর ১২টা পর্যন্ত ১৫১ ভোটের বিপরীতে ভোট পড়েছে ৮৫টি। পাশের দুই নম্বর কক্ষে ৪৬ ভোটের বিপরীতে ৩৮ ভোট পড়েছে।
ভোট দিতে আসা মো. আইয়ুব বলেন, ‘উৎসব মূখর পরিবেশে ভোট দিতে পেরেছি। কেন্দ্রের সার্বিক অবস্থা খুবই সন্তোষজনক।’
চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য এই তিন পদে এবার চট্টগ্রামে ২৭৩০ জনের ভোটে নির্ধারণ হবে ৭০ প্রার্থীর ভাগ্য।রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ১৫টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণে দায়িত্বে আছেন ১৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৬০ জন পোলিং কর্মকর্তা।
আরও পড়ুন: আজ থেকে মিলবে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য
ঢাকা/এসএ