চার কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!

- আপডেট: ০৫:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১০৮৮৫ বার দেখা হয়েছে
টানা আট কার্যদিবস পতনের পর উত্থানে ফিরলো পুঁজিবাজার। দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৯ মার্চ) ৩০৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৫২টি কোম্পানির দাম কমেছে। এমন ইতিবাচক অবস্থায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় লেনদেন হয়ে দিনের প্রথম ভাগেই হল্টেড হয়ে চার কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ যায়। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীরা শেষ বেলা পর্যন্ত কেনার চেষ্টা করেও কিনতে পারেনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, গোল্ডেন সন এবং ইউনিয়ন ক্যাপিটাল।
বিক্রেতা উধাও হয়ে চার কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ। এতে কোম্পানিগুলোর শেয়ার দিনের প্রথম ভাগেই হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে আজ শাইনপুকুর সিরামিক ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দাম বেড়েছে ১০ শতাংশ করে। আর গোল্ডেন সনের দাম বেড়েছে ৯.৭৯ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৯.৭৫ শতাংশ।
আরও পড়ুন: ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
কোম্পানিগুলো মধ্যে সাম্প্রতিককালে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও ইউনিয়ন ক্যাপিটালের সর্বোচ্চ দরপতন হয়েছে। এই দুই কোম্পানির বিনিয়োগকারীরাদের মোটেও ঘুম নেই। এরমধ্যে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের বিনিয়োগকারীদের অর্ধেকের বেশি মুলধন গায়েব হয়ে গেছে।
তথ্য বিশ্লেষেণে দেখা যায়, গত গত ৫ ফেব্রুয়ারি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের ক্লোজি দাম ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। তারপর থেকে শেয়ারটির ধারাবাহিক পতন হয়। আজ ক্লোজিং হয়েছে ২৬ টাকা ৪০ পয়সায়। দেড় মাসের ব্যবধানে শেয়ারটির দাম কমে গেছে প্রায় ৫৪ শতাংশ।
অন্যদিকে, গত গত ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন ক্যাপিটালের ক্লোজি দাম ছিল ১৩ টাকা ২০ পয়সা। তারপর থেকে এই শেয়ারটিরও ধারাবাহিক পতন হয়। আজ ক্লোজিং হয়েছে ৯ পয়সায়। এই সময়ের মধ্যে শেয়ারটির দাম কমেছে ৩২ শতাংশ।
ঢাকা/এসএ