০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

চীনা কোম্পানির সঙ্গে লিগ্যাসি ফুটওয়্যারের চুক্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ১০৪৯৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত লেদার ও ফুটওয়্যার খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি তার উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও জুতা রফতানির লক্ষ্যে চীনা কোম্পানি ওয়েনঝু হনসেংডা ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে। এ চুক্তির মেয়াদ হবে ৫ বছর। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র অনুসারে, বছরে ৩ লাখ জোড়া জুতা রফতানির লক্ষ্যে লিগ্যাসি ফুটওয়্যারের হয়ে রপ্তানি আদেশ সংগ্রহ করবে ওয়েনঝু হনসেংডা ইন্ডাস্ট্রি। গড়ে প্রতি মাসে এর পরিমাণ দাঁড়াবে ২৫ হাজার জোড়া। কোম্পানিটি লিগ্যাসি ফুটওয়্যারকে উচ্চ মানের জুতা উৎপাদনের লক্ষ্যে  মানসম্পন্ন কাঁচামাল সংগ্রহ, কারিগরি সহায়তা এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে সহায়তা করবে।

কোম্পানিটির ভাষ্য অনুসারে, আলোচিত চুক্তির ফলে বছরে ৩৬ কোটি টাকার বাড়তি পণ্য বিক্রি হতে পারে। আর তাতে কোম্পানিটির মুনাফা ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।  কোম্পানিটির পরিচালনা পর্ষদ আশা করছে, প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তির ফলে লিগ্যাসি ফুটওয়্যারের রাজস্ব, মুনাফা ও রফতানি বাজারে উপস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন: আজ ৭ কোম্পানির লেনদেন বন্ধ

লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি ২০০০ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৩ কোটি টাকা। সর্বশেষ হিসাববছরে এর শেয়ার প্রতি নিট আয় (ইপিএস) ছিল ৭ পয়সা, যা তার আগের বছর ২৩ পয়সা ছিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

চীনা কোম্পানির সঙ্গে লিগ্যাসি ফুটওয়্যারের চুক্তি

আপডেট: ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত লেদার ও ফুটওয়্যার খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি তার উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও জুতা রফতানির লক্ষ্যে চীনা কোম্পানি ওয়েনঝু হনসেংডা ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে। এ চুক্তির মেয়াদ হবে ৫ বছর। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র অনুসারে, বছরে ৩ লাখ জোড়া জুতা রফতানির লক্ষ্যে লিগ্যাসি ফুটওয়্যারের হয়ে রপ্তানি আদেশ সংগ্রহ করবে ওয়েনঝু হনসেংডা ইন্ডাস্ট্রি। গড়ে প্রতি মাসে এর পরিমাণ দাঁড়াবে ২৫ হাজার জোড়া। কোম্পানিটি লিগ্যাসি ফুটওয়্যারকে উচ্চ মানের জুতা উৎপাদনের লক্ষ্যে  মানসম্পন্ন কাঁচামাল সংগ্রহ, কারিগরি সহায়তা এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে সহায়তা করবে।

কোম্পানিটির ভাষ্য অনুসারে, আলোচিত চুক্তির ফলে বছরে ৩৬ কোটি টাকার বাড়তি পণ্য বিক্রি হতে পারে। আর তাতে কোম্পানিটির মুনাফা ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।  কোম্পানিটির পরিচালনা পর্ষদ আশা করছে, প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তির ফলে লিগ্যাসি ফুটওয়্যারের রাজস্ব, মুনাফা ও রফতানি বাজারে উপস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন: আজ ৭ কোম্পানির লেনদেন বন্ধ

লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি ২০০০ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৩ কোটি টাকা। সর্বশেষ হিসাববছরে এর শেয়ার প্রতি নিট আয় (ইপিএস) ছিল ৭ পয়সা, যা তার আগের বছর ২৩ পয়সা ছিল।

ঢাকা/এসএইচ