০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

চুক্তি বিতর্ক: বিশ্বকাপে আইসিসির প্রচারণা বয়কটের হুমকি বাবরদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৩৯৫ বার দেখা হয়েছে

কেন্দ্রীয় চুক্তি ছাড়াই পাকিস্তানের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। ২ দিন পরই ভারতের উদ্দেশে উড়াল দেয়ার কথা তাদের। কিন্তু এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত ৪ মাস ধরে পিসিবি থেকে মাসিক বেতন ভাতাদি এবং ম্যাচ ফি পাচ্ছেন না বাবর আজমরা।

এতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তরুণ খেলোয়াড়রা। আর্থিক সংকটে পড়েছে তারা। তবে এখন পর্যন্ত নীরবে প্রতিবাদ করে আসছেন বাবররা। এবার আর চুপ থাকতে চান না বাবররা। বিশ্বকাপের আগেই একটা পদক্ষেপ নিতে পারেন তারা। আপাতত বৈশ্বিক ইভেন্টে চলাকালে জার্সিতে স্পনসরের লোগো না পরার সিদ্ধান্ত নিচ্ছেন পাক ক্রিকেটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি ক্রিকেটার বলেন, পারিশ্রমিক ছাড়াই দেশের প্রতিনিধিত্ব করবো আমরা। তাই বোর্ডের সঙ্গে সম্পৃক্ত স্পনসরদের লোগোর প্রচার করবো না।

তিনি যোগ করেন, পিসিবির প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবো না আমরা। এছাড়া বিশ্বকাপের সময় আইসিসির প্রচারণামূলক বা অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবো না।

আরও পড়ুন: নারী ক্রিকেট বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে খেলার সময়

পিসিবির এক সূত্র জানিয়েছে, ৩ সংস্করণে শীর্ষ ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বোর্ড। সেটা দারুণ আকর্ষণীয়। মাসিক বেতন প্রায় ৪৫ লাখ পাকিস্তানি রুপি। কিন্তু খেলোয়াড়রা মনে করছেন, কর বাদ দিয়ে ২২ থেকে ২৩ লাখ রুপি পাবেন। তাই বেতন বাড়ানোর চাপ দিচ্ছেন তারা।

আইসিসি ও স্পনসর থেকে পিসিবির পাওয়া লভ্যাংশের ভাগ চাচ্ছেন বাবররা। তাদের দাবি, আইসিসির লভ্যাংশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), স্পনসর ও দ্বিপক্ষীয় সিরিজ থেকে পিসিবির আয় ৯৮০ কোটি রুপি। আর কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের পেছনে তাদের খরচ ১০০ কোটি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

চুক্তি বিতর্ক: বিশ্বকাপে আইসিসির প্রচারণা বয়কটের হুমকি বাবরদের

আপডেট: ০২:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

কেন্দ্রীয় চুক্তি ছাড়াই পাকিস্তানের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। ২ দিন পরই ভারতের উদ্দেশে উড়াল দেয়ার কথা তাদের। কিন্তু এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত ৪ মাস ধরে পিসিবি থেকে মাসিক বেতন ভাতাদি এবং ম্যাচ ফি পাচ্ছেন না বাবর আজমরা।

এতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তরুণ খেলোয়াড়রা। আর্থিক সংকটে পড়েছে তারা। তবে এখন পর্যন্ত নীরবে প্রতিবাদ করে আসছেন বাবররা। এবার আর চুপ থাকতে চান না বাবররা। বিশ্বকাপের আগেই একটা পদক্ষেপ নিতে পারেন তারা। আপাতত বৈশ্বিক ইভেন্টে চলাকালে জার্সিতে স্পনসরের লোগো না পরার সিদ্ধান্ত নিচ্ছেন পাক ক্রিকেটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি ক্রিকেটার বলেন, পারিশ্রমিক ছাড়াই দেশের প্রতিনিধিত্ব করবো আমরা। তাই বোর্ডের সঙ্গে সম্পৃক্ত স্পনসরদের লোগোর প্রচার করবো না।

তিনি যোগ করেন, পিসিবির প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবো না আমরা। এছাড়া বিশ্বকাপের সময় আইসিসির প্রচারণামূলক বা অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবো না।

আরও পড়ুন: নারী ক্রিকেট বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে খেলার সময়

পিসিবির এক সূত্র জানিয়েছে, ৩ সংস্করণে শীর্ষ ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বোর্ড। সেটা দারুণ আকর্ষণীয়। মাসিক বেতন প্রায় ৪৫ লাখ পাকিস্তানি রুপি। কিন্তু খেলোয়াড়রা মনে করছেন, কর বাদ দিয়ে ২২ থেকে ২৩ লাখ রুপি পাবেন। তাই বেতন বাড়ানোর চাপ দিচ্ছেন তারা।

আইসিসি ও স্পনসর থেকে পিসিবির পাওয়া লভ্যাংশের ভাগ চাচ্ছেন বাবররা। তাদের দাবি, আইসিসির লভ্যাংশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), স্পনসর ও দ্বিপক্ষীয় সিরিজ থেকে পিসিবির আয় ৯৮০ কোটি রুপি। আর কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের পেছনে তাদের খরচ ১০০ কোটি।

ঢাকা/এসএম