১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

চেকমার্ক গোপন রাখতে পারবেন টুইটারের ব্লু সাবস্ক্রাইবাররা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ১০৪২৩ বার দেখা হয়েছে

টুইটারের ‘ব্লু’ টিকধারী ব্যবহারকারী চাইলে তাদের টিকমার্কটি লুকিয়ে বা হাইড করে রাখতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমটি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ভার্জ।

খবরে বলা হয়েছে, অ্যাপ রিসার্চার আলেসান্দ্রো পালুজি এমনই একটি স্ক্রিন পেয়েছেন যেখানে প্রতিষ্ঠানটি ভেরিফিকেশন সেটিংস-এর কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করছে। সেখানে চেকমার্ক লুকিয়ে রাখার একটি অপশন রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে সংবাদমাধ্যমটি জানায়, এটি এখনও ধারণার পর্যায়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং টুইটারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা দেওয়া হয়নি। তবে এখানে মূল প্রশ্নটি হলো, টুইটার এমন একটি অপশন কেন চালু করতে যাবে?

ভার্জ জানায়, এটি হতে পারে টুইটারে এনএফটি প্রোফাইল ছবির পাশাপাশি ব্লু চেকমার্কধারীদের সবাই একটু আলাদা চোখে দেখতে পারে। আর এই ভেরিফায়েড ব্যবহারকারীর কোনও পোস্ট যদি ভাইরাল হয়, তাহলে বেশিরভাগ কমেন্টই ব্যবহারকারীর ব্লু চেকমার্ক নিয়ে করবে।

আরও পড়ুন: টুইটারের সোর্স কোড অনলাইনে ফাঁস

নভেম্বরে টুইটার ঘোষণা দেয়, নতুন অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে ব্লু চেকের আবেদনের জন্য অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে। মূলত ব্লু চেক নিয়ে কেউ যেন অপরের ক্ষতি করতে না পারে এজন্যই এই আইনটি চালু করা হয়। অবশ্য সম্প্রতি এই সময়সীমা ৯০ দিন থেকে কমিয়ে ৩০ দিনে আনা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

চেকমার্ক গোপন রাখতে পারবেন টুইটারের ব্লু সাবস্ক্রাইবাররা

আপডেট: ০৪:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

টুইটারের ‘ব্লু’ টিকধারী ব্যবহারকারী চাইলে তাদের টিকমার্কটি লুকিয়ে বা হাইড করে রাখতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমটি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ভার্জ।

খবরে বলা হয়েছে, অ্যাপ রিসার্চার আলেসান্দ্রো পালুজি এমনই একটি স্ক্রিন পেয়েছেন যেখানে প্রতিষ্ঠানটি ভেরিফিকেশন সেটিংস-এর কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করছে। সেখানে চেকমার্ক লুকিয়ে রাখার একটি অপশন রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে সংবাদমাধ্যমটি জানায়, এটি এখনও ধারণার পর্যায়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং টুইটারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা দেওয়া হয়নি। তবে এখানে মূল প্রশ্নটি হলো, টুইটার এমন একটি অপশন কেন চালু করতে যাবে?

ভার্জ জানায়, এটি হতে পারে টুইটারে এনএফটি প্রোফাইল ছবির পাশাপাশি ব্লু চেকমার্কধারীদের সবাই একটু আলাদা চোখে দেখতে পারে। আর এই ভেরিফায়েড ব্যবহারকারীর কোনও পোস্ট যদি ভাইরাল হয়, তাহলে বেশিরভাগ কমেন্টই ব্যবহারকারীর ব্লু চেকমার্ক নিয়ে করবে।

আরও পড়ুন: টুইটারের সোর্স কোড অনলাইনে ফাঁস

নভেম্বরে টুইটার ঘোষণা দেয়, নতুন অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে ব্লু চেকের আবেদনের জন্য অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে। মূলত ব্লু চেক নিয়ে কেউ যেন অপরের ক্ষতি করতে না পারে এজন্যই এই আইনটি চালু করা হয়। অবশ্য সম্প্রতি এই সময়সীমা ৯০ দিন থেকে কমিয়ে ৩০ দিনে আনা হয়েছে।

ঢাকা/এসএম