০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু, কে কোন পুরস্কার জিতলেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

চতুর্থ দফার চেষ্টায় অবশেষে আইপিএলের চূড়ান্ত সাফল্যের মুকুট পরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা পাঞ্জাব কিংসকে তারা ৬ রানে হারিয়েছে। যদিও ফাইনালের আগে দুই দলই আসরজুড়ে প্রায় সমান দাপট দেখিয়েছিল। লিগপর্বের ১৪ ম্যাচে সমান ৯টি জয়, ৪ হার ও একটি ভেস্তে যায় বৃষ্টিতে। মূল পার্থক্যটা দেখা গেল গতকাল আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বভাবত অষ্টাদশ আসরে নিজেদের বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর পকেটেই ঢুকছে বড় অঙ্কের অর্থ। সর্বোচ্চ সাফল্য পাওয়া বিরাট কোহলি ও রজত পাতিদারের দলটি কেবল চ্যাম্পিয়ন হয়েই ২০ কোটি রুপি জিতেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৫০ লাখ টাকারও বেশি। পাশাপাশি পেয়েছে বহুল আরাধ্য আইপিএল ট্রফি। রানার্সআপ হয়ে পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি রুপি (১৭ কোটি ৮১ লাখ টাকা)।

আরও পড়ুন: এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

২০২৫ আইপিএলের ফাইনালে দলীয় ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা

১. চ্যাম্পিয়ন: বেঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি রুপি)

২. রানার্সআপ: পাঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি রুপি)

৩. অরেঞ্জ ক্যাপ (আসরের সর্বোচ্চ ৭৫৯ রান): সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ রুপি)

৪. পার্পল ক্যাপ (আসরের সর্বোচ্চ ২৫ উইকেট): প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ রুপি)

৫. সুপার স্ট্রাইকার্স (২৪০) অফ দ্য ফাইনাল: জিতেশ শর্মা (ট্রফি ও ১ লাখ রুপি)

৬. ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল: শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)

৭. সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৬টি ছক্কা): শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)

৮. ফোরস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৪টি চার): প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লাখ রুপি)

৯, গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ১২টি ডট বল): ক্রুনাল পান্ডিয়া (স্মারক ও ১ লাখ রুপি)

১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল (৪-১৭-২): ক্রুনাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লাখ রুপি)

১১. সেরা উদীয়মান ক্রিকেটার: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

১২. সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট: বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)

১৩. ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)

১৪. সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ ৪০টি ছক্কা): নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লাখ রুপি)

১৫. ফোরস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ চার): সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)

১৬. গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (সর্বোচ্চ ডট বল): মোহাম্মদ সিরাজ (ট্রফি ও ১০ লাখ ‍রুপি)

১৭. টুর্নামেন্টের সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ ‍রুপি)

১৮. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লাখ ‍রুপি)

১৯. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার): সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ রুপি)

২০. সেরা মাঠ ও পিচ: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (ট্রফি ও ৫০ লাখ রুপি)

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু, কে কোন পুরস্কার জিতলেন

আপডেট: ১১:০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

চতুর্থ দফার চেষ্টায় অবশেষে আইপিএলের চূড়ান্ত সাফল্যের মুকুট পরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা পাঞ্জাব কিংসকে তারা ৬ রানে হারিয়েছে। যদিও ফাইনালের আগে দুই দলই আসরজুড়ে প্রায় সমান দাপট দেখিয়েছিল। লিগপর্বের ১৪ ম্যাচে সমান ৯টি জয়, ৪ হার ও একটি ভেস্তে যায় বৃষ্টিতে। মূল পার্থক্যটা দেখা গেল গতকাল আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বভাবত অষ্টাদশ আসরে নিজেদের বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর পকেটেই ঢুকছে বড় অঙ্কের অর্থ। সর্বোচ্চ সাফল্য পাওয়া বিরাট কোহলি ও রজত পাতিদারের দলটি কেবল চ্যাম্পিয়ন হয়েই ২০ কোটি রুপি জিতেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৫০ লাখ টাকারও বেশি। পাশাপাশি পেয়েছে বহুল আরাধ্য আইপিএল ট্রফি। রানার্সআপ হয়ে পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি রুপি (১৭ কোটি ৮১ লাখ টাকা)।

আরও পড়ুন: এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

২০২৫ আইপিএলের ফাইনালে দলীয় ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা

১. চ্যাম্পিয়ন: বেঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি রুপি)

২. রানার্সআপ: পাঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি রুপি)

৩. অরেঞ্জ ক্যাপ (আসরের সর্বোচ্চ ৭৫৯ রান): সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ রুপি)

৪. পার্পল ক্যাপ (আসরের সর্বোচ্চ ২৫ উইকেট): প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ রুপি)

৫. সুপার স্ট্রাইকার্স (২৪০) অফ দ্য ফাইনাল: জিতেশ শর্মা (ট্রফি ও ১ লাখ রুপি)

৬. ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল: শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)

৭. সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৬টি ছক্কা): শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)

৮. ফোরস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৪টি চার): প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লাখ রুপি)

৯, গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ১২টি ডট বল): ক্রুনাল পান্ডিয়া (স্মারক ও ১ লাখ রুপি)

১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল (৪-১৭-২): ক্রুনাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লাখ রুপি)

১১. সেরা উদীয়মান ক্রিকেটার: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

১২. সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট: বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)

১৩. ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)

১৪. সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ ৪০টি ছক্কা): নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লাখ রুপি)

১৫. ফোরস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ চার): সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)

১৬. গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (সর্বোচ্চ ডট বল): মোহাম্মদ সিরাজ (ট্রফি ও ১০ লাখ ‍রুপি)

১৭. টুর্নামেন্টের সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ ‍রুপি)

১৮. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লাখ ‍রুপি)

১৯. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার): সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ রুপি)

২০. সেরা মাঠ ও পিচ: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (ট্রফি ও ৫০ লাখ রুপি)

ঢাকা/এসএইচ