ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ভ্যাট অব্যাহতি

- আপডেট: ০৮:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত রোগীদের চিকিৎসায় ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার (২ ফেব্রুয়ারি) এনবিআর থেকে ইস্যু করা এক বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এনবিআরের মূসক বাস্তবায়ন বিভাগ থেকে ইস্যু করা আদেশে বলা হয়েছে, যেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর প্রথম তফসিলের মাধ্যমে সরকার কর্তৃক প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা এবং বেসরকারি পর্যায়ে প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবাকে মূল্য সংযোজন কর হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
সেহেতু এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ১২৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আসা বিদেশি চিকিৎসকগণের অনুকূলে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, হোটেল ভাড়া (আপ্যায়ন ব্যয়সহ) এর ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর হতে অব্যাহতি দেওয়া হলো।
আরও পড়ুন: নির্বাচিত সরকার আসার আগে মূল্যস্ফীতির পূর্ণ সমাধান কঠিন: অর্থ উপদেষ্টা
এর আগে অক্টোবরে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফ করে অন্তর্বর্তী সরকার। সর্বশেষ তথ্যানুসারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৮৫৮ জন শহীদ ও আর সাড়ে ১১ হাজার আহত হয়েছে বলে জানা গেছে।
ঢাকা/এসএইচ