জমি ইজারা নিবে হামি ইন্ডাস্ট্রিজ

- আপডেট: ০৬:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১০৩৭৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাঁদগাঁও মোহাম্মদপুর এলাকায় ৭০৫ শতক জমি ইজারার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, মো. সালামতউল্লাহ ও তারিকুল ইসলাম ভুঁইয়ার থেকে সাড়ে ২৩ বিঘা বা ৭০৫ শতক জমি ১ জুন থেকে আগামী পাঁচ বছরের জন্য ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
এতে কোম্পানিটির প্রতি বছর ইজারা বাবদ খরচ হবে ৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন: ‘পুঁজিবাজার সম্প্রসারণের কৌশল বাজেট কাঠামোর মধ্যে নিতে হবে’
উভয় পক্ষের চুক্তি সম্পন্ন হলে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির উৎপাদন অন্তত ৫ কোটি টাকা বাড়বে। যেখানে বছর শেষে কোম্পানিটি ১ কোটি টাকার সমপরিমাণ মুনাফা করতে পারবে।
ঢাকা/এসআর