১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় ঋণের বোঝা টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে: এনবিআর চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

জাতীয় ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, যা দেশের টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে দায়িত্ব যথাযথভাবে পালন করতে রাজস্ব আয় বাড়ানো জরুরি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত জাতীয় বাজেট ২০২৫-২৬–এর বাজেট পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মোট জিডিপির ১৩ শতাংশ বাজেট করা হলেও রাজস্ব আদায় হচ্ছে মাত্র ৮ শতাংশ। বাকি ৫ শতাংশ ঘাটতি ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে। এ ঋণ পরিশোধে বড় ধরনের অসুবিধা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আর্থিক অস্থিতিশীলতা বাড়াবে।

তিনি আরো বলেন, করদাতাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এ বছর নট ফর প্রফিট সংস্থা ও কিছু সরকারি সংস্থাকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি রিটার্ন জমার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে অতিরিক্ত ৯০ দিনের সুবিধা রাখা হয়েছে। তবে শুধু কর হার কমিয়ে দিলে কর আদায় বাড়বে না; করদাতাদের মানসিকতা ও প্রশাসনিক দক্ষতা—দুই দিকেই পরিবর্তন আনতে হবে।

ভ্যাট ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে নিবন্ধিত ভ্যাটদাতা মাত্র ৬ লাখ, যা খুবই কম। কর ও ভ্যাট দু’ক্ষেত্রেই নন-কমপ্লায়েন্টদের সংখ্যা বেশি হওয়ায় কমপ্লায়েন্ট করদাতাদের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এ অবস্থা কাটিয়ে উঠতে রাজস্ব আহরণ ব্যবস্থায় অটোমেশন, ডিজিটালাইজেশন ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে তিনি মত দেন।

আরও পড়ুন: ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তন হচ্ছে: গভর্নর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম বাদিউল আলম, সদস্য (করনীতি), জাতীয় রাজস্ব বোর্ড এবং মো. আজিজুর রহমান, সদস্য (ভ্যাটনীতি), জাতীয় রাজস্ব বোর্ড। তারা বাজেটের কর ও ভ্যাট নীতিমালার বিভিন্ন সংস্কার ও বাস্তবায়ন কৌশল নিয়ে তাদের মতামত প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন মো. মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, প্রেসিডেন্ট, আইসিএমএবি। তিনি বাজেট বাস্তবায়নে এনবিআর ও আইসিএমএবির পেশাগত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

জাতীয় ঋণের বোঝা টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে: এনবিআর চেয়ারম্যান

আপডেট: ০১:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

জাতীয় ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, যা দেশের টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে দায়িত্ব যথাযথভাবে পালন করতে রাজস্ব আয় বাড়ানো জরুরি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত জাতীয় বাজেট ২০২৫-২৬–এর বাজেট পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মোট জিডিপির ১৩ শতাংশ বাজেট করা হলেও রাজস্ব আদায় হচ্ছে মাত্র ৮ শতাংশ। বাকি ৫ শতাংশ ঘাটতি ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে। এ ঋণ পরিশোধে বড় ধরনের অসুবিধা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আর্থিক অস্থিতিশীলতা বাড়াবে।

তিনি আরো বলেন, করদাতাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এ বছর নট ফর প্রফিট সংস্থা ও কিছু সরকারি সংস্থাকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি রিটার্ন জমার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে অতিরিক্ত ৯০ দিনের সুবিধা রাখা হয়েছে। তবে শুধু কর হার কমিয়ে দিলে কর আদায় বাড়বে না; করদাতাদের মানসিকতা ও প্রশাসনিক দক্ষতা—দুই দিকেই পরিবর্তন আনতে হবে।

ভ্যাট ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে নিবন্ধিত ভ্যাটদাতা মাত্র ৬ লাখ, যা খুবই কম। কর ও ভ্যাট দু’ক্ষেত্রেই নন-কমপ্লায়েন্টদের সংখ্যা বেশি হওয়ায় কমপ্লায়েন্ট করদাতাদের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এ অবস্থা কাটিয়ে উঠতে রাজস্ব আহরণ ব্যবস্থায় অটোমেশন, ডিজিটালাইজেশন ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে তিনি মত দেন।

আরও পড়ুন: ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তন হচ্ছে: গভর্নর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম বাদিউল আলম, সদস্য (করনীতি), জাতীয় রাজস্ব বোর্ড এবং মো. আজিজুর রহমান, সদস্য (ভ্যাটনীতি), জাতীয় রাজস্ব বোর্ড। তারা বাজেটের কর ও ভ্যাট নীতিমালার বিভিন্ন সংস্কার ও বাস্তবায়ন কৌশল নিয়ে তাদের মতামত প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন মো. মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, প্রেসিডেন্ট, আইসিএমএবি। তিনি বাজেট বাস্তবায়নে এনবিআর ও আইসিএমএবির পেশাগত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা/এসএইচ