জাতীয় দলের সহকারী কোচ হলেন নিক পোথাস

- আপডেট: ০৩:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১০৪০২ বার দেখা হয়েছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার নিক পোথাসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
তার সঙ্গে বোর্ডের দুই বছরের চুক্তি হয়েছে। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পোথাস তার এক দশকের কোচিং ক্যারিয়ারে এক বছর করে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পোথাস দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে ১৬ হাজারের ওপরে রান এসেছে তার ব্যাট থেকে।
আরও পড়ুন: আবার চেলসির কোচ হচ্ছেন ল্যাম্পার্ড
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে পোথাস বলেছেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। বাংলাদেশ দলের গভীরতা এবং প্রতিভা ব্যতিক্রমধর্মী। আশা করছি একসঙ্গে ভালো কিছু বছর কাটবো।’
ঢাকা/এসএম