জেএমআই হসপিটালের আইপিওতে সাড়ে ৮ গুনের বেশি আবেদন

- আপডেট: ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১০৩৭১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার বরাদ্দ সম্পন্ন করেছে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা এ কোম্পানির ৫১ অথবা ৫২টি করে শেয়ার পাবেন। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা পাবে ৫৮ অথবা ৫৯টি করে। চাহিদার বিপরীতে এ কোম্পানির আইপিওতে ২০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে। কোম্পানি সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৭৫ কোটি টাকার আইপিও’র বিপরীতে আবেদন জমা পড়ে ৬৪৯ কোটি ১৩ লাখ ২১ হাজার ৪০০ টাকার। প্রয়োজনীয় বিনিয়োগ আবেদনের তুলনায় যা প্রায় ৮ দশমিক ৬৫ গুণ।
এর আগে, কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণে গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।
ওই সময়ে কোম্পানিটিতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৭৫ লাখ টাকার বিপরীতে ১৩৯ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রতিটি শেয়ারে ২৫ টাকা করে ১৩৭ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকার দর প্রস্তাব জমা পড়েছে। যাতে কোম্পানির কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারিত হয়েছে।
জেএমআই হসপিটালের বিডিংয়ে ৩৮৫ যোগ্য বিনিয়োগকারী দর প্রস্তাব করে। এরমধ্যে ১ জন সর্বনিম্ন ১৬ টাকা করে দর প্রস্তাব করেছেন। এছাড়া ২ জন ২২ টাকা করে, ২ জন ২৩ টাকা করে ও ১ জন ২৪ টাকা করে দর প্রস্তাব করেছেন।
এর আগে গত ১৬ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৯৯তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়।
ঢাকা/টিএ