জেমিনির চেয়ারম্যান-এমডিসহ তিন পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

- আপডেট: ১১:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের চেয়ারম্যান আমিনা আহমেদ এবং ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও কাজী ইনাম আহমেদসহ দুই পরিচালককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানিটির অন্য পরিচালকেরা হলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদে এবং ড. কাজী আনিস আহমেদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের উপ-পরিচালক রেজাউল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ব্যাংক জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এমন অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
আরও বলা হয়, এখন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
আরও পড়ুন: ৬ মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
সর্বশেষ জেমিনি সী ফুড লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছে।
জেমিনি সি ফুড লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছিলো। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস।
ঢাকা/এসএইচ