জেমিনী সী ফুডের স্টক ডিভিডেন্ড অনুমোদন

- আপডেট: ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ১০৪০৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনী সী ফুড পিএলসি ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বিধি অনুসারে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করার পর এ বিষয়ে সম্মতি চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসি সম্প্রতি কোম্পানিটিকে আলোচিত বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ
বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল ঘোষিত বোনাস শেয়ার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
ঢাকা/এসএইচ